ফটো ফিচার

ডি ভিলিয়ার্স যখন টেন্ডুলকারের সাক্ষাৎকার নিলেন...

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে বাবর আজমরা এখন সিডনিতে। সেখানে একই বিমানে গিয়েছেন বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী ও ডেল স্টেইন। ব্রায়ান লারার সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছে শেন ওয়ার্নের ছেলে ও ম্যাথু হেইডেনের মেয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

সেমিফাইনাল খেলতে সিডনির পথে রওনা দেওয়ার সময় তোলা এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল সব সময় হাসিখুশি মেজাজে থাকতে পছন্দ করেন। এই ছবিটি আজ পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে
সিডনিগামী বিমানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের সঙ্গে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী। ছবিটি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেন আতহার
নিজের নতুন বই ‘উইনিং দ্য ইনার ব্যাটল’ হাতে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন
শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ও ম্যাথু হেইডেনের মেয়ে গ্রেসের সঙ্গে ব্রায়ান লারা। মেলবোর্নে এক অনুষ্ঠানে ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে
এক ফ্রেমে দুই কিংবদন্তি। ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ডি ভিলিয়ার্স লিখেছিলাম, ‘এই মানুষটার সঙ্গে কয়েক ঘণ্টা কাটালাম।’ সাক্ষাৎকার নেওয়ার মতোই আলাপচারিতার পর মুগ্ধ ডি ভিলিয়ার্স আরও লিখেছেন ‘কী দারুণ অভিজ্ঞতা!’
জীবনসঙ্গী অ্যারন ফিঞ্চের সঙ্গে ঘুরতে বের হয়ে এই ছবিটি পোস্ট করেন তাঁর স্ত্রী অ্যামি ফিঞ্চ