প্রি-কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের বক্সারকে নকআউট করে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বক্সার সেলিম হোসেন। হাংজু এশিয়ান গেমসে একটি ব্যক্তিগত পদকও হাতছানি দিচ্ছিল। কোয়ার্টারে জাপানের বক্সার শুদাই হারাদাকে হারাতে পারলেই ৩৭ বছর পর এশিয়ান গেমসে একটি ব্যক্তিগত পদক নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত সেলিম পারেননি। হারাদার বিপক্ষে হেরেছেন সেনাবাহিনীর এই বক্সার।
ছেলেদের ৫১-৫৭ কেজি ফেদারওয়েট বিভাগে শ্রীলঙ্কা ও তাজিকিস্তানের বক্সারকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন সেলিম। আজ হাংজু জিমনেসিয়ামে জাপানের হারাদার বিপক্ষে মন্দ করেননি তিনি। তিন রাউন্ডেই পাঁচ বিচারকের কাছ থেকেই সেলিম পেয়েছেন ১০–এর মধ্যে ৯। হারাদা অবশ্য তিন রাউন্ডের প্রতিটিতেই পাঁচ বিচারকের কাছ থেকেই পেয়েছেন পূর্ণমান ১০। পাঁচ বিচারকের রায়ে হারাদা জয়ী হয়েছেন ৫-০ ব্যবধানে।
এবারের এশিয়াডে তিন বক্সার অংশ নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। ৫১ কেজি ফ্লাইওয়েটে ছিলেন আনসারের আবু তালহা। ৫৭ কেজিতে সেলিম আর মেয়েদের ৫০ কেজি ওজন শ্রেণিতে ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌস। তালহা প্রথম ম্যাচে বাই পেয়ে প্রি-কোয়ার্টারে উঠেছিলেন। তিনি হারেন সৌদি আরবের বক্সারের কাছে। জিন্নাত প্রথম ম্যাচে বাই পেয়ে প্রি-কোয়ার্টারে হারেন মঙ্গোলিয়ার বক্সারের কাছে।