ফাহাদ রহমান ও মনন রেজা
ফাহাদ রহমান ও মনন রেজা

মনন–ফাহাদ দুজনই চ্যাম্পিয়ন

বুদাপেস্টে গতকাল দিনটা বাংলাদেশের দাবার জন্য সুখবরই বয়ে এনেছে। নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছে মনন রেজা। আজ মনন নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্মও পেতে পারত। দেশের দাবা অঙ্গন তাকিয়ে ছিল সেদিকেই। আজ জিতলে নিজের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম পেতে পারতেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানও।

কিন্তু মনন, ফাহাদ দুজনই ড্র করে সুযোগ হারিয়েছেন। অবশ্য মাত্র আধা পয়েন্টের জন্য জিএম নর্ম হারালেও দুজনই হাঙ্গেরিতে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার্স দাবায় নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।

শেষ রাউন্ডে মননের প্রতিপক্ষ ছিলেন হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাস। ফাহাদের প্রতিপক্ষ চীনের ফিদে মাস্টার চীনের চেন ইনিং। কঠিন ছিল না জেতা। কিন্তু চাপের মুখে পারল না দুজন। ফাহাদের কাছে এমন পরিস্থিতি অবশ্য নতুন নয়। শেষ ম্যাচে জিতলেই নর্ম, এমন সমীকরণের সামনে থেকে বেশ কয়েকবারই হতাশ করেছেন এই আন্তর্জাতিক মাস্টার। হয় হেরেছেন, নয় ড্র করেছেন।

তবে মনন যেভাবে খেলছেন, অনেকেরই বিশ্বাস, ২০ বছর বয়সী ফাহাদের আগেই গ্র্যান্ডমাস্টার হয়ে যেতে পারে ১৪ বছর ৩ মাস বয়সী মনন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বলছেন, ‘আমার তো মনে হয়, মননকে বেশি দিন অপেক্ষা করতে হবে না। ১৬-১৭ বছর বয়সে সে গ্র্যান্ডমাস্টার হয়ে যেতে পারে।’

আন্তর্জাতিক মাস্টার ক্লাবে মননকে স্বাগত জানিয়ে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারের উচ্ছ্বাস, ‘রেকর্ড হয় ভাঙার জন্য। আমার রেকর্ড মনন ভেঙেছে। ওকে অভিনন্দন, খুব খুশি হয়েছি। আরও আগে আমার রেকর্ড ভাঙলে বেশি খুশি হতাম।’