এ কে এম মমিনুল হক সাঈদ
এ কে এম মমিনুল হক সাঈদ

হকির সাধারণ সম্পাদক পদে ফিরলেন মমিনুল হক সাঈদ

রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে দুপুরে চলছিল বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। বেলা একটায় শুরু হওয়া সভার একেবারে শেষ দিকে এসে সভাকক্ষে ঢুকলেন এ কে এম মমিনুল হক সাঈদ। ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকে যিনি ছিলেন পলাতক।

তবে আজ ফ্যালকন হলে ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানসহ কার্যনির্বাহী কমিটির সবাই স্বাগত জানালেন সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত মমিনুল হককে।

ক্যাসিনোবিরোধী অভিযানের আগে মমিনুল ছিলেন হকি ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক। তবে ২০২০ সালে ফেডারেশনের তৎকালীন সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত তাঁকে অব্যাহতি দিয়েছিলেন। শোনা গিয়েছিল মমিনুল আছেন সিঙ্গাপুরে। প্রায় তিন বছর পর গত ৩০ জানুয়ারি দেশে ফেরেন তিনি। তবে দেশে ফিরলেও গ্রেপ্তার এড়াতে প্রকাশ্যে আসছিলেন না। আজই তাঁকে প্রকাশ্যে কোনো সভায় আসতে দেখা গেল।

আবারও স্বপদে মমিনুল হক সাঈদ

মমিনুলের স্বপদে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলেই সভা শেষে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান, ‘স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি কমিটিতে ঢুকবেন। এ ব্যাপারে যদি কোনো নীতিগত বাধা না থাকে তাহলে আমার পক্ষ থেকে তো কোনো বাধা নেই। এখানে যাঁরা কমিটির অন্যান্য সদস্য আছেন, সবাই মিলে এই সিদ্ধান্তের পক্ষে অনুমতি দিয়েছেন। যদি অন্য কোনো বাধা না থাকে তাহলে তিনি যোগ দেবেন সাধারণ সম্পাদক হিসেবে।’

সভা শেষে সবাই সামনের দরজা দিয়ে বের হলেও সভাকক্ষের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান মমিনুল হক। শুরুতে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে চাইছিলেন না। সংবাদকর্মীদের পীড়াপীড়ির পর এক পর্যায়ে বলেন, ‘আমি আমার জীবনের চেয়ে, আমার দুই সন্তানের চেয়ে ক্রীড়াঙ্গনকে বেশি ভালোবাসি। আমি তিন বছর অনেক কষ্ট করেছি। এই মুহূর্তে মাকে হাসপাতালে রেখে এসেছি। আমাকে রিকোয়েস্ট (অনুরোধ) করা হয়েছে এমন একটা জায়গা থেকে, উপায় নেই। জানানো হয়েছে, প্রেসিডেন্ট (হকি ফেডারেশনের সভাপতি) বসে আছেন (কার্যনির্বাহী কমিটির সভায়), অ্যাটেন্ড (যোগ দিতে) করতেই হবে। এ জন্য এসেছি।’

২০১৯ সালে ক্যাসিনোবিরােধী অভিযোনের পর থেকেই পলাতক ছিলেন মমিনুল হক সাঈদ

পুরোনো সাধারণ সম্পাদককে ফিরে পেয়ে খুশি হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল। বিকালে হকি ফেডারেশন কার্যালয়ে তিনি বলেন, ‘এখনো ফেডারেশনের নামফলকে তাঁর নাম লেখা আছে। চেয়ারও সরানো হয়নি। কোনো প্রজ্ঞাপন হয়নি। এই পদটা তো এনএসসি খালি করার ঘোষণা দেয়নি। সেটা হলে আবারও নির্বাচন হতো। আইনগত কোনো বাধা ছিল না তাঁর ফিরে আসার ক্ষেত্রে। সে ফেরায় আমরা খুশি।’

গঠনতন্ত্রের নিয়ম অনুসারে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবার যুগ্ম সম্পাদক-১ পদে ফেরত যাবেন। সভা শেষে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘উনি আজ সভায় উপস্থিত হয়েছেন। সই করেছেন। গঠনতন্ত্রে যুগ্ম সম্পাদক হিসেবে যেমনটা বলা ছিল, সে অনুসারে এত দিন দায়িত্ব পালন করেছি। আমি প্রক্সি দিয়েছি। এখন আমার আগের দায়িত্বে ফিরে যাব এবং সবাই মিলে হকিকে এগিয়ে নিয়ে যাব।’