প্যারালিম্পিকগামী কর্মকর্তাদের জিও বাতিল, নতুন জিওতে ৭ জন

আগামী ২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে ১৩ সদস্যের দলের যাওয়ার কথা ছিল। যে দলে ক্রীড়াবিদের সংখ্যা ছিল মাত্র দুজন, বাকিরা সবাই যাচ্ছিলেন কর্মকর্তা পরিচয়ে। গতকাল প্রথম আলোতে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় ছোট করা হয়েছে দল। প্যারালিম্পিকে এখন যাবে সাতজনের দল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ শুক্রবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ।

বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৮ জুলাইয়ের সরকারি আদেশ বা জিও বাতিল করে ১৩ জনের জায়গায় ৭ জনের জিও (সরকারি আদেশ) মঞ্জুর করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ১৮ জুলাই হওয়া জিও অনুযায়ী প্যারালিম্পিক দলে ছিলেন দুজন ক্রীড়াবিদ—ঝুমা আক্তার ও আল–আমিন হোসেন। দুজনই প্যারা আর্চার। তাঁদের সঙ্গী ছিলেন কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। বাকিরা সবাই ছিলেন কর্মকর্তা। তাঁদের মধ্যে দুই কর্মকর্তার স্ত্রীও ছিলেন। যদিও জিওতে উল্লেখ ছিল দুজনের স্ত্রী যাবেন ‘নিজেদের খরচে’।