বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান
বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস

জহিরের অভাবনীয় সাফল্যের পর ফাইনালে ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সবাইকে চমকে দিয়ে ৪০০ মিটার দৌড়ে রুপা জিতেছেন বাংলাদেশের জহির রায়হান। রোববার রাতে ইরানের রাজধানী তেহরানে জহিরের অভাবনীয় সাফল্যের পরপরই ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন আরেক বাংলাদেশি ইমরানুর রহমান। সেমিফাইনালে দুই হিটে ১৬ জন স্প্রিন্টার ছিলেন। ইমরানুর তাঁর হিটে দ্বিতীয় হন। সময় নেন ৬.৬০ সেকেন্ড। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে শুরু হবে ফাইনাল।

গত বছর কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর। এশিয়ার শীর্ষ স্তরে এটিই বাংলাদেশের কোনো অ্যাথলেটের প্রথম পদক। সেই পদক ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই ইরানে গেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

ফাইনালে ওঠার পর ইমরানুর

এ পথে রোববার নিজের হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন তিনি। টাইমিং ছিল ৬.৬২ সেকেন্ড। তাঁর হিটে প্রথম ওমানের আলী আনওয়ারের টাইমিং ছিল ৬.৫৬।

৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুলও অংশ নিয়েছেন। চার নম্বর হিটের দৌড়ে তাঁর টাইমিং অবশ্য ভালো হয়নি, ৬.৮৭ সেকেন্ড। নিজের হিটে চতুর্থ হয়েছেন। ফলে বাদ পড়েছেন হিটেই।