২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হওয়ার পর এখনো কোনো গ্র্যান্ডমাস্টার নর্ম করতে পারেননি ফাহাদ রহমান। তাঁর গ্র্যান্ডমাস্টার নর্মের পথ সুগম করতে ঢাকায় গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ নামে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নর্ম করতে ৯ ম্যাচে দরকার ৭ পয়েন্ট। আজ অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের দাবাড়ু ফাহাদ পেয়েছেন মাত্র ৪ পয়েন্ট।
তবে টুর্নামেন্টে এক রাউন্ড হাতে রেখেই গ্র্যান্ডমাস্টার নর্ম করেছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগদীশ সিদ্ধার্থ। ৮ ম্যাচে ৭ পয়েন্ট তাঁর। পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে আছেন ১৭ বছরের এই তরুণ। রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের অডিটরিয়ামে আজ অষ্টম রাউন্ডে সিদ্ধার্থ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারিয়েছেন।
৬ পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত দ্বিতীয় স্থানে আছেন। ৫ পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী তৃতীয় ও সাড়ে ৪ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আছেন চতুর্থ স্থানে।
অষ্টম রাউন্ডে ফিদে মাস্টার পানিসার বিদান্ত শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন। এ রাউন্ডে ফাহাদ রহমান শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশানকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে ও ভারতের ফিদে মাস্টার আরাধ্য গর্গ ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে হারিয়েছেন। আগামীকাল বেলা ১১টা থেকে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে এল আর গ্লোবাল, ফ্লোরা টেলিকম ও কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন।