বন্ধুদের সঙ্গে আড্ডায় হরভজন সিং ও যুবরাজ সিং
বন্ধুদের সঙ্গে আড্ডায় হরভজন সিং ও যুবরাজ সিং

ফটো ফিচার

‘রথ দেখার সঙ্গে কলাও বেচছেন’ রাদুকানু

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—

সেরেনা উইলিয়ামস আগেই জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গিয়েছে। অনেকেই ধরে নেন, এবারের ইউএস ওপেন দিয়েই সোনালি ক্যারিয়ারের ইতি টানতে পারেন ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়া এই মার্কিন কৃঞ্চকলি। এমন ভেবে নেওয়াদের মধ্যে আছেন খেলোয়াড়েরাও। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পোলিশ তারকা ইগা সিওনতেক যেমন সেরেনার সঙ্গে এই ছবিটি তুলে লিখেছেন, ‘তোমার এই অসাধারণ অভিযাত্রা এবং কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের জন্য ধন্যবাদ সেরেনা উইলিয়ামস। আমাদের খেলার জন্য তুমি যা করেছ, সেজন্য অনেক অনেক সম্মান রইল।’
দুবাইয়ে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। তখন পান্ডিয়ার মতো অনেকেই ভেবেছিলেন, ভারতীয় অলরাউন্ডারের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে! কিন্তু সেই দুবাইয়েই কাল একই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ইনিংসে ভারতকে জয় এনে দেন পান্ডিয়া। দুটি ম্যাচের এ দুটি ছবি একসঙ্গে আজ টুইট করে পান্ডিয়া লিখেছেন, ‘সেই আঘাতের তুলনায় এই প্রত্যাবর্তনের মহিমা বেশি।’
ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের সফর শেষে বাংলাদেশে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। নিজেকে ফিট রাখতে এখন সিলেটে প্রস্তুতি নিচ্ছেন তিনি। আজ এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দৌড়াচ্ছি।’
ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানু ইউ এস ওপেনে খেলতে এখন নিউইয়র্কে। সেখানে বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন ১৯ বছর বয়সী এই তারকা। বিজ্ঞাপনের মুহূর্তের এই ছবিটি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এ যেন ‘রথ দেখার সঙ্গে কথা বেচা’ও
তিন সংস্করণেই অন্তত ১০০ ম্যাচ খেলার কীর্তি কালকের আগ পর্যন্ত শুধু রস টেলরেরই ছিল। এশিয়া কাপে কাল বিরাট কোহলি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচটি খেলার পর তাঁকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন টেলর। সাবেক এই কিউই ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলায় অভিনন্দন বিরাট কোহলি। ক্লাবে স্বাগতম।’
বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা দিতে কে না ভালোবাসে! হরভজন সিং-ও ভালোবাসেন বন্ধুদের নিয়ে ঘুরতে, আড্ডা দিতে। যুবরাজ সিং এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আড্ডার এই ছবিটি পোস্ট করে ভারতের সাবেক স্পিনার ক্যাপশনে লিখেছেন, ‘দোস্ত।’
মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল হয়ে গেল আজ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্টের নারী রেফারিদের সঙ্গে ছবি তুলতে ভুল করেননি