বাংলাদেশ দলের লেফট ব্যাক আমান শরিফ ম্যাচসেরা হয়েছেন
বাংলাদেশ দলের লেফট ব্যাক আমান শরিফ ম্যাচসেরা হয়েছেন

দ্বীন ইসলামের হ্যাটট্রিকে পাত্তা পায়নি শ্রীলঙ্কাও

বড় জয় দিয়ে গতকাল সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে শুভসূচনা করেছিল বাংলাদেশ। ৭-০ গোলের জয়টা আসে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।

আজ দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ তুলে নিয়েছে সহজ হয়।  ফরোয়ার্ড দ্বীন ইসলামের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। বাংলাদেশের বাকি দুটি গোল আমিরুল ইসলাম ও আবদুল্লাহর।

সিঙ্গাপুরের বিপক্ষে পেনাল্টি কর্নারে ৫ গোল করা সেন্টার ব্যাক আমিরুল আজ বাংলাদেশের হয়ে গোলের খাতা খোলেন। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোকে দলকে এগিয়ে নেন এই ডিফেন্ডার। ৪৪ মিনিটে আবদুল্লাহর ফিল্ড গোলে ২-০।

পরের তিন গোলই বিকেএসপির একাদশ শ্রেণির ছাত্র কিশোরগঞ্জে তরুণ দ্বীন ইসলামের । তাঁর দারুণ নৈপুণ্যে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ হেদায়তুল ইসলাম সিঙ্গাপুর থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘দ্বীন ইসলাম ছোটখাটো গড়নের হলেও ওর স্কিল খুব ভালো। সেই স্কিলের ঝলকেই আমরা বড় জয় পেয়েছি।’  

৫১-৫৬, এই ৬ মিনিটে টানা তিন গোল করেছেন দ্বীন ইসলাম। শেষ গোলটি আসে পেনাল্টি কর্নারে। আজ পেনাল্টি কর্নারে বাংলাদেশ একটি গোলই মাত্র করতে পেরেছে। তবে হ্যাটট্রিক করেও ম্যাচ সেরার পুরস্কার পাননি দ্বীন ইসলাম। সেটি পেয়েছেন বাংলাদেশ দলের লেফট ব্যাক আমান শরিফ।

প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে বাংলাদেশের তৃতীয় ম্যাচ বুধবার ইন্দোনেশিয়ায় সঙ্গে।