উচ্ছ্বসিত বাংলাদেশ দল
উচ্ছ্বসিত বাংলাদেশ দল

এএইচএফ কাপ হকি

টানা চার জয়ে গ্রুপ–সেরা বাংলাদেশ

সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে চতুর্থ ও শেষ গ্রুপ ম্যাচও জিতেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে আজ বাংলাদেশ উড়িয়ে দিয়েছে ৭–০ গোলে। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ–সেরা হয়ে সেমিফাইনালে উঠল লাল–সবুজের দল। পরশু ২২ জুন সেমিফাইনালে বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপের রানার্সআপ চায়নিজ তাইপে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অফিশিয়াল স্কোরকার্ড দেখাচ্ছে, ২ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের মোহাম্মদ আবদুল্লাহ। বাকি ৫ গোল মেহরাব হাসান, আমিরুল ইসলাম, দ্বীন ইসলাম, মোহাম্মদ জীবন ও মোহাম্মদ ইসলামের।

তবে বাংলাদেশ দলের কোচ হেদায়তুল ইসলাম ফোনে প্রথম আলোকে জানিয়েছেন, আবদুল্লাহ ও আমিরুল ২টি করে গোল করেছেন। বাকি ৩টি গোল ওবায়দুল হাসান, দ্বীন ইসলাম ও শিমুল ইসলামের। ১৮ মিনিটে বজ্রপাতের শঙ্কায় খেলা আধঘণ্টার মতো স্থগিত থাকলেও বাংলাদেশের বড় জয়ে তা বাধা হতে পারেনি।

২ গোল করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আবদুল্লাহ (বাঁয়ে)

স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ।

গতকাল টানা তৃতীয় ম্যাচ জিতেই ১১ দলের মধ্যে অন্তত পঞ্চম হয়ে অনূর্ধ্ব–২১ এশিয়া কাপের চূড়ান্ত পর্ব খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এখন লক্ষ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। সেটা অসম্ভব নয় বলেই মনে করেন কোচ হেদায়তুল ইসলাম।

বাংলাদেশের মেয়েরা টানা তৃতীয় জয়ের পর চতুর্থ ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের কাছে হেরে যায় ৩-০ গোলে। মেয়েরা পঞ্চম ম্যাচ খেলবে ২২ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। ২৩ জুন সিঙ্গাপুরের সঙ্গে শেষ লিগ ম্যাচ। মেয়েদের বিভাগে খেলছে ৭টি দল। প্রতিটি দলের ম্যাচ ৬টি। সেরা চার যাবে মেয়েদের অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের মূল পর্বে।