আজ প্রিমিয়ার হকিতে আবাহনীর মুখোমুখি হওয়ার কথা মোহামেডানের
আজ প্রিমিয়ার হকিতে আবাহনীর মুখোমুখি হওয়ার কথা মোহামেডানের

হুমকি থেকে সরে খেলার প্রস্তুতিই নিচ্ছে মোহামেডান

আবাহনী-মোহামেডান হকি ম্যাচ আজ হবে তো? মোহামেডান খেলবে তো?

দেশের হকি প্রেমীদের মনে এই মুহূর্তে সম্ভবত এই প্রশ্নটাই বেশি ঘুরপাক খাচ্ছে। কিন্তু ম্যাচের ৭ ঘণ্টা আগেও মোহামেডান আনুষ্ঠানিকভাবে বলছে না যে, খেলব বা খেলব না। তবে বিভিন্ন সূত্র থেকে যা খবর, তাতে মোহামেডান খেলবে বলেই শোনা যাচ্ছে। আম্পায়ারিং নিয়ে ফেডারেশনকে চাপে রাখতেই তারা আসলে না খেলার হুমকি দিয়েছে বলে অনেকে মনে করছেন।

আজ সকাল ১১ টায় মোহামেডানের কোচ শহিদুল্লাহ টিটুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বলেন, খেলার ব্যাপারটা বলতে পারবে ম্যানেজার। তিনি এই প্রতিবেদককে ম্যানেজার আরিফুল হকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। কিন্তু ম্যানেজার ফোন ধরেননি।

তবে শহিদুল্লাহ টিটু খেলার আভাষ দিয়ে বললেন, 'যত দূর বুঝতে পারছি খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। ' এরপর যোগ করেন, ' আমি কোচ। আমার কাজ দল প্রস্তুত রাখা। সেটা আমি রেখেছি।' দল নিয়ে মাঠে যাবেন কি না এই প্রশ্নে তিনি বলেন, 'না যাওয়ার কোনো নির্দেশনা আমার কাছে এখনো আসেনি।'

মোহামেডান গতকাল হকি ফেডারেশনকে চিঠি দিয়ে এই ম্যাচ না খেলার হুমকি দিয়েছে। তারা বলেছে, দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞা না উঠলে তারা আজ সন্ধ্যা ছটায় আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে মাঠে নামবে না। কিন্তু ফেডারেশন বলেছে, জিমির নিষেধাজ্ঞা ওঠার প্রশ্নই আসে না। ফলে পূরণ হচ্ছে না মোহামেডানের দাবি। এর এ কারণেই প্রশ্ন আসছে, মোহামেডান কি তাহলে না খেলার অবস্থানেই অনড় আছে?

হকিতে একজন খেলোয়াড় তিন হলুদ কার্ড পেলে পরের ম্যাচ খেলতে পারেন না, এটাই নিয়ম। তবে এখানে একটা 'কিন্তু' আছে। দুই হলুদ কার্ড হলে সংশ্লিষ্ট ক্লাবকে জানাতে হয়। এই কাজটা করে ফেডারেশন। মোহামেডান বলছে, ফেডারেশন লিখিত চিঠি দেয়, যেটা জিমির ক্ষেত্রে দেওয়া হয়নি। তবে বাইলজে আছে কোনো খেলোয়াড় দুই হলুদ কার্ড পেলে তা সংশ্লিষ্ট ক্লাবকে অবহিতকরণ করবে ফেডারেশন। এর অর্থ, চিঠি দিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। এ কারণেই হকি ফেডারেশন মোহামেডানের হুমকিকে পাত্তা দিচ্ছে না। মোহামেডান তাই শেষ পর্যন্ত নমনীয়তার পথেই হাঁটছে।

এই ম্যাচ জিতলে ৬ বছর পর প্রিমিয়ার হকি লিগের শিরোপা আজই ফিরে পাবে মোহামেডান। দুই প্রধানের ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে মেরিনার্স -আবাহনীরও। ফলে একটা টান টান উত্তেজনা চলছে দুই শিবিরে।