পরিচিত সাংবাদিকের সঙ্গে দেখা হলেই বলতেন, ‘একদিন আরমানিটোলা স্কুলে আসেন। বাচ্চাদের নিয়ে আমার হকি কোচিংটা দেখে যাবেন।’
তাঁর অনুরোধে সাড়া দিয়ে অনেক সাংবাদিকই পুরান ঢাকায় হকির আঁতুড়ঘর আরমানিটোলা স্কুলে গেছেন। যেখানে এলাকার ছোট ছোট ছেলেদের হকি শেখাতেন ফজলুল ইসলাম। দিনে দিনে যিনি হয়ে ওঠেন ‘ফজলু ওস্তাদ’। নিবেদিতপ্রাণ সেই হকি খেলোয়াড়, সংগঠক, কোচ ফজলু ওস্তাদ মারা গেছেন গত ৪ সেপ্টেম্বর। বাংলাদেশের হকির জন্য তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
এমন নিবেদিতপ্রাণ হকি কোচ বাংলাদেশে আর চোখে পড়ে না। সশরীর তিনি হয়তো আর নেই। তবে তাঁর সেই হকি-স্বপ্ন বাঁচিয়ে রেখে পুরান ঢাকার হকিতে সুদিনের আশা করছেন সেখানকার হকি খেলোয়াড়-সংগঠক-আম্পায়াররা। তাঁদেরই উদ্যোগে তৃণমূলে ফজলু ওস্তাদের হকি একাডেমির কার্যক্রম চালু হয়েছে ৯ অক্টোবর।
আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে একচিলতে উঠানে বসানো টার্ফে ‘ওস্তাদ ফজলু তৃণমূল পাঠশালা’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ শুক্রবার। আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী স্কুল, কসাইটুলী মুসলিম স্কুল, হাম্মাদিয়া স্কুল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল, মাহুতটুলী প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি স্কুলের ৬৫ শিশু-কিশোর এসেছে ৯ দিনের অনাবাসিক এই ক্যাম্পে।
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিশু-কিশোরেরা ক্যাম্পে অনুশীলন করছে, আপাতত যা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এরপর আরমানিটোলা স্কুলের পক্ষ থেকে শিশুদের সনদ দেওয়া হবে।
শিশু–কিশোরদের অনেকে বলেছে, পুরান ঢাকার হকির অন্যতম জনপ্রিয় মুখ কামাল, জিমির মতো হতে চায় ওরা। কারও কারও ইচ্ছা বড় হয়ে ঢাকার বড় দলে খেলার। একসময় আরমানিটোলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলতেন। এখন সেটা কমে গেছে।
সেই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাকসুদ আলম হাবুলের, ‘আমরা আবার আগের মতো পুরান ঢাকা থেকে জাতীয় দলে বেশি বেশি খেলোয়াড় সরবরাহ করতে চাই।’ হকি আম্পায়ার ইসমাইল হোসেনের কথা, ‘আরমানিটোলার হকি ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব।’
একাডেমির প্রতি বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সেলিম লাকি। ফজলু তৃণমূল একাডেমির কার্যক্রম চালুতে ভূমিকা রাখা বাংলাদেশের আন্তর্জাতিক এলিট হকি আম্পায়ার বলেছেন,‘সবার সহযোগিতা পেলে আমরা সফল হতে পারব। আমরা চাই ফজলু ওস্তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। তিনি চলে গেলেও তাঁর রেখে যাওয়া প্রশিক্ষণ কার্যক্রম আমরা চালিয়ে নেব।’
পুরান ঢাকার হকির অন্যতম বড় নাম জাতীয় দলের সাবেক খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত এই একাডেমির মাধ্যমে ওই এলাকার নতুন প্রজন্মকে গড়ে তোলার কথা বলেছেন। আর এখানে প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক হকি খেলোয়াড় জামাল হায়দার, মাকসুদ আলম হাবুল, শওকত আলী, আম্পায়ার ইসমাইল হোসেন, সেলিম লাকি।