অলিম্পিক উদ্বোধনীতে দলগুলোর মার্চপাস্ট ছিল সিন নদীতে
অলিম্পিক উদ্বোধনীতে দলগুলোর মার্চপাস্ট ছিল সিন নদীতে

প্যারিস অলিম্পিক

পানি দূষিত বলে সাঁতারের অনুশীলন বাতিল

এবারের অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য হয়ে ওঠার পেছনে অন্যতম অনুষঙ্গ ছিল সিন নদী। প্যারিসের বুক চিরে চলা এই নদীকে কেন্দ্র করেই ছিল সব আয়োজন। এবার সেই সিন নদীই অলিম্পিক ইভেন্টের জন্য নেতিবাচক কারণ। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন করা যায়নি। ন্যূনতম মানে উন্নীত না হলে শেষ পর্যন্ত ইভেন্টটিই অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে।

প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ও ওয়ার্ল্ড ট্রায়াথলনের যৌথ বিবৃতিতে জানানো হয়, অ্যাথলেটরা মাঠে নামার আগে পানির মান পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ন্যূনতম গ্রহণযোগ্য মাত্রার মান পাওয়া যায়নি।

সিন নদীর পানি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল অনেক দিন ধরেই। জুলাইয়ে করা পরীক্ষায় দরকারি মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল। চলতি মাসে অলিম্পিক শুরুর আগে পানির মান ভালো প্রমাণ করতে নদীতে নেমে গোসলও করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ও প্যারিসের মেয়র।

অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে দল বহন করা বার্জ

তবে ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে প্যারিসে। এ কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে গেছে জানিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ক্রীড়াবিদদের সুস্থতা আমাদের অগ্রাধিকার। শনিবারের পরীক্ষায় পানির যে মান পাওয়া গেছে, তা আন্তর্জাতিক ফেডারেশন, ওয়ার্ল্ড ট্রায়াথলনের অনুমোদিত মাত্রায় পৌঁছায় না।’ তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস অনুকূলে আছে বলে সঠিক সময়েই মূল ইভেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়।

ট্রায়াথলন মূলত তিনটি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয়। ১০ কিলোমিটার দৌড় ও ৪০ কিলোমিটার সাইক্লিংয়ের পাশাপাশি দেড় কিলোমিটার সাঁতরাতে হয়। এর মধ্যে সাঁতারের অংশটির ভেন্যু সিন নদী। ছেলেদের একক ৩০ জুলাই, মেয়েদের একক ৩১ জুলাই এবং মিশ্র দলগত ৫ আগস্ট হওয়ার কথা রয়েছে।

প্যারিসে জুলাইয়ের শেষ দিকে লাগাতার বৃষ্টির স্বল্পতা, অনেক বেশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা উচ্চ তাপমাত্রা দেখা যায় বলে আয়োজকেরা নির্ধারিত সময়েই ইভেন্টের ব্যাপারে আশাবাদী। তবে শেষ পর্যন্ত যদি নির্দিষ্ট দিনে পানির মান ভালো না থাকে, তাহলে ওই ইভেন্ট কয়েক দিন পেছানো হতে পারে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া বিকল্প হিসেবে প্যারিসের ভাইরেস-সার-মার্নেতেও সরিয়ে নেওয়া হতে পারে।
প্যারিসের ভারী বর্ষণের কারণে এরই মধ্যে ২৭ জুলাইয়ের স্ট্রিক স্কেটবোর্ডিংয়ের (ছেলে) ফাইনাল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।