দলবদলে এসে হকি স্টেডিয়ামে ক্যামেরার সামনে মেরিনার্সের খেলোয়াড় ও কর্মকর্তারা
দলবদলে এসে হকি স্টেডিয়ামে ক্যামেরার সামনে মেরিনার্সের খেলোয়াড় ও কর্মকর্তারা

আর্থিক সংকটের মধ্যে ব্যান্ড পার্টি নিয়ে হকির দলবদলে মেরিনার্স

আর্থিক সংকট দেখিয়ে এই মুহূর্তে প্রিমিয়ার হকি লিগের দলবদল কার্যক্রমে অংশ নিতে চাইছিল না চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস। দলবদল পেছাতে বাংলাদেশ হকি ফেডারেশনকে চিঠিও দেয় ক্লাবটি। কিন্তু হকি ফেডারেশন তাতে সাড়া দেয়নি। নির্ধারিত দিনেই ৩১ ডিসেম্বর দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে সবার আগে দলবদল সেরেছে আবাহনী লিমিটেড। আজ তৃতীয় দিনে হকি ফেডারেশনে এসে দলবদলের আনুষ্ঠানিকতা সারল মেরিনার্স।

স্পনসরদের কাছ থেকে কিছুটা আশ্বাস পেয়েই দল গড়েছে মেরিনার্স। আপাতত নিজেরা টাকা সংগ্রহ করে দলবদল করেছে। ক্লাবটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান হঠাৎ নিজেদের দাবি থেকে সরে আসা প্রসঙ্গে বললেন, ‘আমরা আসলেই খুব সংকটের মধ্যে ছিলাম। পরিস্থিতি সামাল দিতে জরুরি সভা করেছি বুধবার। ক্লাবের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ও বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া আর্থিক নিশ্চয়তার ভিত্তিতে দল গঠন করা হয়েছে। সংকট থাকলেও দলবদলে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৮০-৯০ ভাগ দিয়ে দেওয়া হয়েছে।’

দলবদলে আসা মেরিনার্সের খেলোয়াড়েরা

মেরিনার্স দলবদল সেরেছে ব্যান্ড পার্টি নিয়ে। ক্লাবটির খেলোয়াড়-কর্মকর্তা আর সমর্থককেরা পড়ন্ত বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে এসে ঢুকতেই ঢোলের শব্দে গনগন করে ওঠে আশপাশে। তাতে অনেকে বুঝে নিয়েছেন হকি স্টেডিয়ামে কিছু একটা হচ্ছে। আরামবাগ ক্লাব পাড়ার দল হওয়ায় স্থানীয় অনেক সমর্থকও এসেছেন। সবার গায়ে মেরিনার্সের টি–শার্ট। হকিভিত্তিক ক্লাব মেরিনার্স শ্রেষ্ঠত্ব ধরে রাখবে আসন্ন প্রিমিয়ার লিগে, সেই আশাবাদ থাকল সবার মধ্যেই।

কিন্তু জাতীয় দলের খেলোয়াড় সংগ্রহের দিক থেকে এবার কাগজ-কলমে সেরা দল গড়েছে আবাহনী লিমিটেড। আকাশি নীলেরা নিয়েছে জাতীয় দলের ১০ জন খেলোয়াড়। সে তুলনায় মেরিনার্সে জাতীয় দলের খেলোয়াড় চারজন। তাঁদের মধ্যে আছেন গত লিগের সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান। গতবার মেরিনার্সেই ছিলেন সোহানুর, এবার তাঁকে দলে টানার সব চেষ্টা করেও সফল হতে পারেনি আবাহনী।  
জাতীয় দলের মিলন হোসেন, আবু সাঈদ, সাইজুদ্দিনরা আছেন মেরিনার্সে। সম্প্রতি চোটের সঙ্গে লড়াই করা খোরশেদুর রহমান যোগ দিয়েছেন। থেকে গেছেন ফজলে রাব্বি। মেরিনার্স হারিয়েছে এবার জাতীয় দলের এক নম্বর গোলকিপার বিপ্লব কুজুরকে। তাঁকে নিয়েছে আবাহনী।

২০১৮ সালে সর্বশেষ লিগে চ্যাম্পিয়ন মেরিনার্সের কোচ মামুন উর রশিদ এবারও থাকছেন একই দায়িত্বে। এই ক্লাবে খেলেছেনও অনেক দিন। তাঁর কাছে মেরিনার্সের শক্তিশালী দিক ‘দলীয় ঐক্য’। দলবদল কার্যক্রম সারতে এসে সেটা ব্যাখ্যাও করেন, ‘আমরা কোনো সুপারস্টারে বিশ্বাস করি না। আমাদের কাছে সবাই সমান। দলীয় ঐক্য আর বোঝাপড়ায় ওপর জোর দিই আমরা।’

উৎসবমুখর পরিবেশে দলবদল সেরেছে মেরিনার্স

১৮ জন খেলোয়াড় আজ নিয়েছে মেরিনার্স। বিকেএসপি থেকে ৪ জন পেতে চায় তারা। তবে এ নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদকের কণ্ঠে ঝরল আক্ষেপ, ‘আমরা গত লিগে সম্মানী পরিপূর্ণ দিয়েছি। আগেভাগেই এবার খেলোয়াড় চেয়ে বিকেএসপিকে চিঠি দিয়েছি। কিন্তু অন্য ক্লাব বিকেএসপির খেলোয়াড় পাচ্ছে, আমরা এখনো পাইনি।’

পাঁচজন বিদেশি আনবে মেরিনার্স। কিন্তু তাতে কী, শক্তিশালী আবাহনীর সঙ্গে টক্কর দেওয়া যাবে? এই প্রশ্নে কোচ মামুন উর রশিদের বিশ্বাস তাঁরাই চ্যাম্পিয়ন হবেন। বিশ্বাসের পেছনে যুক্তিও দেন কোচ, ‘আবাহনী ভালো দল হয়েছে। কিন্তু কাগজ-কলমে তো আর টিম হয় না। মাঠে যারা খেলবে, তারাই ভালো করবে। দলীয় শৃঙ্খলার ওপরও নির্ভর করে অনেক কিছু।’ মামুন যোগ করেন, ‘গতবারও আমরা আন্ডারডগ ছিলাম। ৩ বা ৪ নম্বর টিম ছিলাম। সেটা পেরিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবারও চ্যাম্পিয়ন হতেই আমরা খেলব। গতবারের চেয়ে মেরিনার্স ভালো দল গড়েছে।’

আট বছর ধরে মেরিনার্সের অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) দল ছাড়েননি। তবে চোটের কারণে এ মৌসুমে খেলবেন না, প্রথমবারের মতো থাকবেন মেরিনার্সের সহকারী কোচের ভূমিকায়। সেটা জানিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে দাঁড়িয়ে মামুনুর বললেন, ‘এবারের মৌসুমে চাইলে খেলতে পারতাম, কিন্তু অর্ধেক ফিট থেকে খেলব না। নিজের সঙ্গে প্রতারণা করতে পারব না। তবে ফিট হলে আগামী দিনে অবশ্যই খেলব। ঘরোয়া খেলা আরও খেলে যেতে চাই।’

মেরিনার্সের খেলোয়াড়দের দলবদল সেরে নেওয়ার একটি মুহূর্ত

মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে মেরিনার্স। আরামবাগ আবাসিক এলাকায় ক্লাব ভবনে চলবে ক্যাম্প। আবাহনী এবার আবাসিক ক্যাম্প করছে মওলানা ভাসানী স্টেডিয়ামে। গতকাল থেকে তা শুরুও হয়ে গেছে। ধানমন্ডিতে আবাহনী ক্লাব ভবনের সংস্কার চলায় বিকল্প উপায় খুঁজে নিয়েছে আকাশি নীলেরা। এই প্রথম হকি স্টেডিয়ামে ক্যাম্প করছে ১০ বছর ধরে প্রিমিয়ার হকি লিগের শিরোপা জিততে না পারা আবাহনী।