হাই জাম্পে রুপা জিতেছেন রিতু আক্তার
হাই জাম্পে রুপা জিতেছেন রিতু আক্তার

মালয়েশিয়ান ওপেনে রুপা জয় দেশসেরা রিতুর

এই প্রথম মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারেই এসেছে পদক। মেয়েদের হাই জাম্পে আজ রুপা এনে দিয়েছেন বাংলাদেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু আক্তার। যদিও নিজের সেরাটা করতে পারেননি।

রিতু মালয়েশিয়ায় লাফিয়েছেন ১.৭৫ মিটার। তাঁর সেরা ১.৭৬ মিটার। সর্বশেষ জাতীয় প্রতিযোগিতাতেই নতুন রেকর্ড করেন রিতু। আজ প্রতিযোগিতার প্রথম দিনে পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে ১০টি দেশের ১৫ অ্যাথলেটের সঙ্গে লড়াই করে পদক জিতে বেশ খুশি বাংলাদেশের এই অ্যাথলেট । ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার রিতু মালয়েশিয়া থেকে বলেছেন, ‘উন্নত প্রশিক্ষণ পেলে আমি ভালো করব আশা করি।’

একই প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জহির রায়হান। ২০০ মিটারে সেমিফাইনাল আজই বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ২০০ মিটার ও ৪০০ মিটার কাছাকাছি সময়ে হওয়ায় ৪০০ মিটারে জহির নামবেন না। দেশে ৪০০ মিটারে জাতীয় রেকর্ডধারী জহির সম্প্রতি এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৪০০ মিটারে রুপা জিতেছেন।

রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার

এশিয়ান ইনডোর গেমসে ব্রোঞ্জজয়ী হাই জাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে খেলছেন। তাঁর ইভেন্ট আগামীকাল। বাংলাদেশের দূরপাল্লার দৌড়বিদ আল আমিন ৩০০০ মিটার স্টেপল চেজে অংশ নিচ্ছেন।। গৌরাঙ্গ রায় করছেন হ্যামার থ্রো। নাজমুল হোসেন ৪০০ মিটার হার্ডলসে। সৌরভ মিয়ার ইভেন্ট পোলভোল্ট। হ্যামার থ্রো, পোলভোল্টের মতো ইভেন্টগুলোতে সাধারণত বাংলাদেশের অ্যাথলেটরা অংশ নেওয়ার সুযোগ পান না।

মালয়েশিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। ৫ জন বাংলাদেশ সেনাবাহিনীর, বাকি দুজন বাংলাদেশ নৌবাহিনীর। প্রতিযোগিতায় অ্যাথলেটদের অংশ নেওয়ার খরচ বহন করছে দুই বাহিনীই। অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশি বেশি অংশ নেওয়ার সুযোগ দিতেই এই উদ্যোগ।

পদক নিচ্ছেন রিতু আক্তার

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, 'আগামী অক্টোবরে চেন্নাইয়ে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস হতে পারে। নভেম্বরে হংকংয়ে এশিয়ান ইনডোর আছে। এই দুটি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই মালয়েশিয়ায় দল পাঠানো হয়েছে। প্রথম দিনে রিতুর রুপা জয় খুবই আশাব্যঞ্জক। আশা করি অন্যরাও ভালো কিছু করবে।'