রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশের তিন আর্চারের সঙ্গে দুই কর্মকর্তা
রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশের তিন আর্চারের সঙ্গে দুই কর্মকর্তা

এশিয়া কাপ আর্চারি

জোড়া ফাইনালে ভারতের কাছে হেরে রুপা জিতেই খুশি থাকতে হলো বাংলাদেশকে

প্রতিপক্ষ যখন শক্তিশালী ভারত, পেরে ওঠা কঠিনই। এশিয়া কাপ আর্চারির দুটি ফাইনালে সেই ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। ইরাকের রাজধানী বাগদাদে আজ দুটি ফাইনালেই অনুমিতভাবে বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। শক্তিশালী ভারত সোনা জিতে নিয়েছে। রুপা জিতেই বাংলাদেশকে খুশি থাকতে হলো।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ ফাইনালে ভারতের কাছে হেরেছে ২-৬ সেট পয়েন্টে। বাংলাদেশের ৩ আর্চার প্রথম সেটে ৫৫ স্কোর করেন। ভারত করে ৫৪। জয় দিয়ে শুরু করলেও পরের সেটেই ভরাডুবি হাকিম-সাগরদের। স্কোর হয় মাত্র ৪৯, ভারত করে ৫৪। তৃতীয় সেট ভারত ৫৭–৫৩ পয়েন্টে জেতে। টিকে থাকতে বাংলাদেশের প্রয়োজন ছিল চতুর্থ সেটে ঘুরে দাঁড়ানো। উল্টো চতুর্থ সেটে হার ৫৬-৫৩ পয়েন্টে।

বাগদাদে চলছে এশিয়া কাপ আর্চারি

পরপরই হওয়া রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ কোনো সেটই জিততে পারেনি। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকীর বাংলাদেশ ০-৬ ব্যবধানে ভারতের কাছে হেরেছে। ফাইনালে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের আর্চাররা দিনটা করেছিলেন ব্রোঞ্জ জিতে। রিকার্ভ মহিলা দলগত বিভাগে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানাকে নিয়ে গড়া বাংলাদেশ স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জেতে। এ নিয়ে টুর্নামেন্ট বাংলাদেশের পদকসংখ্যা হলো চার।

বাংলাদেশের আজ আরেকটি ব্রোঞ্জের ম্যাচ আছে। রিকার্ভে একমাত্র ব্যক্তিগত পদকের লড়াই নামবেন হাকিম আহমেদ। প্রতিপক্ষ উজবেকিস্তানের সাদিক আমির খান।