গোলের পর আরশাদ হোসেনের উল্লাস
গোলের পর আরশাদ হোসেনের উল্লাস

এশিয়ান গেমস হকি

আশরাফুলের জোড়া গোলে বাংলাদেশের জয়

এশিয়ান গেমস হকিতে গ্রুপ পর্বে ৫ ম্যাচের দুটিতে জয় নিশ্চিত ধরে নিয়ে হাংজু গেছে বাংলাদেশ। সেই দুই ম্যাচে জয়ের লক্ষ্য পূরণ হয়েছে। সিঙ্গাপুরকে ৭–৩ গোলে হারানোর পর আজ উজবেকিস্তানের বিপক্ষে জয় এসেছে ৪–২ গোলে।

প্রথম দুই কোয়ার্টার শেষে স্কোরলাইন ছিল ২–২। ম্যাচের ভাগ্য কোন দিকে গড়াবে তখনো বোঝা যাচ্ছিল না। তবে শেষ দুই কোয়ার্টার ম্যাচের গতিপথ নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল করে জিতেই মাঠ ছেড়েছে রোমান সরকারের দল। জোড়া গোল করে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম।

৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছেন আশরাফুলই। ১৭ মিনিটে উজবেকিস্তান ১–১ করে। ২১ মিনিটে আরশাদ হোসেনের স্টিকে ২–১ করে বাংলাদেশ। ২৬ মিনিটে ২–২। ৪২ মিনিটে আশরাফুল ও ৫২ মিনিটে আমিনুল ইসলামের গোল তিন পয়েন্ট এনে দেয় বাংলাদেশকে।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন আশরাফুল

হাংজু এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের পঞ্চম ও শেষ গ্রুপ ম্যাচ আগামীকাল ভারতের সঙ্গে। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে গ্রুপের দুই শক্তিশালী দলের কাছেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন জাপানের কাছে ৭–২ গোলে, এশিয়াডের সবচেয়ে সফল দল পাকিস্তানের কাছে ৫–২ গোলে।