মালয়েশিয়ায় স্টিপলচেজে সোনা জিতেছেন আল আমিন
মালয়েশিয়ায় স্টিপলচেজে সোনা জিতেছেন আল আমিন

আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস

মালয়েশিয়ান ওপেনে সোনা জিতে আল আমিনের চমক

দেশে কখনো সেভাবে খবরে আসতে পারেননি অ্যাথলেট আল আমিন। জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নীরবে খেলে সোনা জিতে বাড়ি ফেরেন। তাঁর ইভেন্ট যে ৩ হাজার মিটার স্টিপলচেজ। তবে সিলেটের ছেলে আল আমিন এবার খবর হলেন মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে।

পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল আমিন ৩ হাজার মিটার স্টিপলচেজে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেছেন। সময় নিয়েছেন ৯ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।

আল আমিনের সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য এটি দারুণ এক সাফল্য। অন্যরা এতে উজ্জীবিত হবে ও আরও ভালো করবে।’

হ্যামার থ্রোতে রুপা জিতেছেন বাংলাদেশের গৌরাঙ্গ রায়

প্রতিযোগিতার হ্যামার থ্রো ইভেন্টে আজ বাংলাদেশের গৌরাঙ্গ রায় রুপা জিতেছেন। দেশের বাইরে হ্যামার থ্রোতে বাংলাদেশের এটি প্রথম অর্জন। এ ছাড়া সৌরভ মিয়া পোলভল্টে রুপা জিতেছেন, লাফিয়েছেন ৪.৪০ মিটার। তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট।

গতকাল প্রতিযোগিতার প্রথম দিনে মেয়েদের হাই জাম্পে রুপা জিতেছেন বাংলাদেশের নারী হাই জাম্পের রেকর্ডধারী রিতু আক্তার। রিতু লাফিয়েছেন ১.৭৫ মিটার। তাঁর সেরা অবশ্য ১.৭৬ মিটার। গতকাল ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। তবে ফাইনালে উঠতে পারেননি তিনি।

এশিয়ান ইনডোর গেমসে ব্রোঞ্জজয়ী হাই জাম্পার মাহফুজুর রহমানও এই টুর্নামেন্টে খেলছেন। নাজমুল হোসেন ৪০০ মিটার হার্ডলস ও সৌরভ মিয়া পোল ভল্টে অংশ নিচ্ছেন।