বাংলাদেশ অনূর্ধ্ব–২১ ও মালয়েশিয়া অনূর্ধ্ব–২১ ম্যাচের একটি দৃশ্য। ড্র হয়েছে ম্যাচটি
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ ও মালয়েশিয়া অনূর্ধ্ব–২১ ম্যাচের একটি দৃশ্য। ড্র হয়েছে ম্যাচটি

অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ

মালয়েশিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ–স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হকির যুবারা

হকিতে কোনো পর্যায়েই বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। সেই সুযোগ এবার এসেছে। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। স্বাগতিক ভারতসহ আরও ছয়টি দল। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি ছয় দলের মধ্যে জায়গা করে নেওয়া খুব কঠিন নয় মনে করছে বাংলাদেশ।

১০ দল নিয়ে ছেলেদের বিভাগে খেলা শুরু হয়েছে ২২ নভেম্বর। প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করেছে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে।

ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ নয়ন

২ মিনিটে দানিশ দানিয়ালের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। ২৭ মিনিটে পেনাল্টি কর্নারে সেই গোল শোধ করেন আমিরুল ইসলাম। ৩৬ মিনিটে মোহাম্মদ হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়েও যায়; কিন্তু অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া। মোহাম্মদ নরিজাম পেনাল্টি কর্নার থেকে ২-২ করেন।

এই ১ পয়েন্ট বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল রোববার গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনকে হারাতে পারলে বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। ড্র করলেও ভালো সম্ভাবনা থাকবে।  

বাংলাদেশ কোচ মওদুদুর রহমান আশাবাদী বাংলাদেশ বিশ্বকাপে যাবে, ‘আজ রকি স্ট্রোক মিস করেছে। তবে জেতার মতোই খেলেছি আমরা। আমি খুবই খুশি। চীনের সঙ্গে জিতলে আমাদের পয়েন্ট হবে ৭। চীনের সঙ্গে ড্র করলেও আমরা গ্রুপে তৃতীয় হব। ফলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে যুব বিশ্বকাপে খেলার।’