২৭ মাস পর মাঠে গড়িয়েছে প্রিমিয়ার হকি লিগ। ১১ দলের লিগের প্রথম পর্ব প্রায় শেষের পথে। মওলানা ভাসানি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে আবাহনী–মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের দিন তিনেক আগে বিদ্রোহ দেখা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে। বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিকেএসপির ৩ খেলায়াড় বাদে স্থানীয় বাকি ১১ খেলায়াড়ই মতিঝিল ক্লাব ছেড়ে চলে গেছেন।
দলের অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি তাঁর পুরান ঢাকার বাসায় থাকেন। তবে সতীর্থদের বিদ্রোহের সঙ্গে তিনিও একমত। প্রথম আলোকে তিনি বলেন, ‘বকেয়া টাকার জন্য খেলোয়াড়েরা অপেক্ষায় ছিল। কিন্তু অপেক্ষা ফুরায়নি। খেলোয়াড়েরা পারিশ্রমিক না পেয়ে আজ পুলিশের বিপক্ষে খেলার পর ক্যাম্প ছেড়েছে। ওরা আমাকে জানিয়েছে সব। আমি তাতে একমত হয়েছি। কারণ, আমারও পারিশ্রমিক বাকি আছে। যা হয়েছে, তা খুবই দুঃখজনক।’
ক্লাবের কেউ হকি দলের খোঁজ নেয় না জানিয়ে মোহামেডান হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্সের ক্ষোভ, ‘কী আর বলব, মোহামেডানের হকি দলটা কীভাবে চলছে, ক্লাবের কেউ জানার চেষ্টাও করে না। আর্থিক সংকট চরমে পৌঁছেছে। বকেয়া না পেয়ে খেলোয়াড়েরা চলে গেছে ক্যাম্প ছেড়ে।
খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও বকেয়া আছে। বকেয়া বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও। বিদেশিরা সম্পর্কের খাতিরে নিজেরা বিমানভাড়া দিয়ে ঢাকায় এসেছে। কাল দুপুরের মধ্যে টাকা না পেলে বিদেশিরাও চলে যাবে।’ মোহামেডানে ৪ জন মালয়েশিয়ান ও একজন ভারতের খেলোয়াড় আছেন। তাঁরা এত দিন খেলে গেছেন কর্মকর্তাদের আশ্বাসে।
কিন্তু কর্মকর্তারা সময়মতো স্থানীয় ও বিদেশি—কাউকেই পারিশ্রমিক দিতে পারেননি। কেন পারেননি, সেই ব্যাখায় মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান ও ক্লাবটির অন্যতম পরিচালক মনজুর আলম বলেন, ‘যতটা সম্ভব, আর্থিক সমর্থন দিয়ে দলটাকে এত দূর এনেছি। কিন্তু আমাদেরও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। তা ছাড়া স্পনসরের কাছ থেকে টাকা পাওয়া যায়নি। বিদেশিরা টাকা পায়নি, এটা ঠিক। স্থানীয়দের অল্প কিছু বাকি আছে। সমস্যা হচ্ছে ক্লাব সভাপতি অসুস্থ। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর ফলে এই পরিস্থিতি হয়েছে, যা আমার কাছে লজ্জাজনক। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে আশা করি।’
আর্থিক সংকটের মধ্যেই গতকাল সকালে মোহামেডান কোচ হিসেবে উড়িয়ে এনেছে বাংলাদেশ হকি দলের সাবেক মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তিকে। এর আগে উপদেষ্টা কোচ হিসেবে ‘হকির ম্যারাডোনা’ শাহবাজ আহমেদকে আনার কথা ছিল মোহামেডানে। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত আনা যায়নি। বিকল্প হিসেবে গোবিনাথনকে আনা। আজ বিকেলে তিনি পুলিশের বিপক্ষে মোহামেডানের ৪–৩ গোলে জয়ের ম্যাচে ডাগআউটে ছিলেন। ৭ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ১৯। শিরোপার লড়াইয়ে ভালোভাবেই আছে দলটি। এমন সময়েই খেলোয়াড় বিদ্রোহে মোহামেডান কিছুটা এলোমেলো অবস্থায় পড়ে গেছে।