৪৮তম জাতীয় দাবার ১২তম রাউন্ডে গতকাল হঠাৎই খেলতে খেলতে না ফেরার দেশে চলে যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই শোকের মধ্যে প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা আয়োজনের মতো মানসিক অবস্থা নেই দাবা কর্মকর্তাদের। দাবাড়ুরাও মানসিকভাবে খেলার জন্য তৈরি নন এ সময়।
কিন্তু ১২তম রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকা মনন রেজা আগামীকাল শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশের ৯ জনের দলের সঙ্গী হয়ে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ার ইয়ুথ ও ওয়েস্টার্ন জুনিয়রে খেলতে। মনন খেলবে অনূর্ধ্ব-১৮ গ্রুপে। আগামীকাল দুপুরে তার ফ্লাইট। তাই আজ বাধ্য হয়ে মননের শেষ ম্যাচটি আয়োজন করতে হলো।
শেষ রাউন্ডে রেটেড খেলোয়াড় অমিত বিক্রম রায়ের সঙ্গে পারস্পরিক সমঝোতায় মাত্র ৬ চালের মধ্যে ড্র করে জাতীয় দাবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গত ১৮ জুন ১৫ বছরে পা দেওয়া মনন। ১৯৭৯ সালে নিয়াজ মোর্শেদ ১৩ বছর বয়সে প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৮৮ সালে জিয়াউর রহমান প্রথম চ্যাম্পিয়ন হন ১৪ বছর বয়সে।
তরুণ বয়সে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে মননের মধ্যে যে উচ্ছ্বাস থাকার কথা ছিল, সেটার ছিটেফোঁটাও নেই। জিয়ার দাফনে গিয়েছিল মনন। দাফন শেষে দাবা ফেডারেশনে এসে শেষ ম্যাচটা খেলেছে। চ্যাম্পিয়ন হয়ে মনন বলল, ‘খেলার মতো মানসিক অবস্থা ছিল না। ৬ চালের পর ড্র মেনে নিই আমরা। চ্যাম্পিয়ন হয়ে আসলে কোনো আনন্দই অনুভব করতে পারিনি। আনন্দের চেয়ে দুঃখই বেশি।’
নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়া মনন এবার নবম শ্রেণিতে উঠেছে।