ইরাককে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
ইরাককে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

এশিয়ান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ

ইরাককে হারিয়ে শুরু ভলিবল দলের

এশিয়ান পুরুষ অনূর্ধ্ব–২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম সেট ইরাক জিতলেও পরের তিনটি সেট জিতে ম্যাচও জিতে নেয় বাংলাদেশ। বাহরাইনে টুর্নামেন্টে আজ ইরাককে ৩–১ সেটে হারিয়ে চমকই দেখাল বাংলাদেশ ভলিবল দল।

শুরুতে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও ২৫-১৯ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় ইরাক। দ্বিতীয় সেটেও দুর্দান্ত লড়াই হয়। একপর্যায়ে ২৪-২৪ পয়েন্টে সমতায় থাকে সেটটি। কিন্তু বাংলাদেশ টানা ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেটটি জেতে এবং খেলায় সমতা ফেরায়। তৃতীয় সেট সহজেই জিতেছে বাংলাদেশ। এই সেটের ব্যবধান ছিল ২৫-১৯ পয়েন্ট। বাংলাদেশ একপর্যায়ে ২০-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি ইরাক। ইরাককে ১৯ পয়েন্টে রেখে বাংলাদেশ সেট জিতে নেয়।

ম্যাচের একটি মুহূর্ত

চতুর্থ সেটে শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতা। একপর্যায়ে দুই দলেরই পয়েন্ট ছিল ৫-৫। এরপর বাংলাদেশের পয়েন্ট ছিল এক সময় ১৮, ইরাকের ১৬। শেষ দিকে এসে খেলায় জমে ওঠে নাটকীয়তা। বাংলাদেশের পয়েন্ট যখন ২৪, ইরাকের তখন ২২। শেষ পর্যন্ত জয় নিষ্পত্তিসূচক পয়েন্ট পেতেই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। আগামী বুধবার গ্রুপের পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের ইরানি কোচ আলীপোর আরজি বলেছিলেন, ‘গ্রুপে ইরাক অথবা অস্ট্রেলিয়া যেকোনো একটি দলের বিপক্ষে জিততে চাই।’ সেই কাজ অবশ্য ভালোভাবেই করেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। এই জয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও ভালোভাবে রয়েছে বাংলাদেশের। প্রতিযোগিতায় ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে এশিয়ার ১৮টি দেশ।