তাদের পরিচয় খেলার মাঠে। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। কবে কখন একজন হয়ে গেছেন আরেকজনের পরিপূরক, বুঝতেই পারেননি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন জুটি রয়েছেন বেশ কজন। এই দম্পতিদের বেশ কয়েকটি এসেছেন তীর–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১ অনুষ্ঠানে। হোটেল সোনারগাঁয়ে ক্রীড়াবিদদের মিলনমেলায় আলো ছড়াচ্ছেন তারা জুটি বেঁধে।
এসেছেন তিন শাটলার দম্পতি কামরুন নাহার–শেখ আবুল হাশেম, এলিনা সুলতানা–এনায়েত উল্লাহ খান ও ওহিদুজ্জামান–শাপলা আক্তার। সাঁতারু দম্পতি মাহফুজা খাতুন–শাহজাহান আলীও এসেছেন একসঙ্গে। আর দুই অঙ্গনের দুই ক্রীড়াবিদ দম্পতি বক্সার আল আমিন ও ভারোত্তোলক জহুরা খাতুনরাও হাজির হলেন অনুষ্ঠান শুরুর আগেই।
কথা হচ্ছিল মাহফুজা–শাহজাহানের সঙ্গে। ঘরে–বাইরের জুটি ক্রীড়া পুরস্কারের অনুষ্ঠানে এসে কেমন লাগছে জিজ্ঞেস করলে মাহফুজার উত্তর– ‘এই পুরস্কার অনুষ্ঠানটা শুধু পুরস্কার পাওয়ারই নয়, সবার সঙ্গে দেখা হওয়ার। আমরা সাতারুরা একে অপরের সঙ্গে দেখা হয়তো নিয়মিতই হয়। কিন্তু অন্যান্য খেলার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে দেখা হওয়ার বড় উপলক্ষ্য হচ্ছে এই অনুষ্ঠানটি।’
প্রতিবছর প্রথম আলোর ক্রীড়া অনুষ্ঠানে এলে ভালো লাগা কাজ করে উল্লেখ করে সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার বলেন, ‘সাধারণত এই অনুষ্ঠানটি আমি বা আমরা মিস করি না। মাঝে করোনা গেল। কত কিছু ঘটল। সবার সঙ্গে দেখার সুযোগ মেলেনি। আজ সুযোগ ঘটল।’