আর্চার রোমান সানা
আর্চার রোমান সানা

‘আমি ক্ষমা কেন চাইব? আমি তো কোনো অপরাধ করিনি’

সম্প্রতি আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়ে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়েছেন রোমান সানা। তাঁর অবসরের আবেদন গ্রহণও করেছে ফেডারেশন। চিঠিতে এই আর্চার নিজের ফর্ম নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নানা ক্ষোভের কথা বলেছেন।

তাঁর হতাশা, বিশ্বকাপ, এশিয়া কাপসহ নানা আন্তর্জাতিক আসরে দেশকে পদক উপহার দিলেও বিপরীতে তিনি কিছুই পাননি। রোমান মূলত আর্থিক বিষয়াদি নিয়েই নিজের ক্ষোভের কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে আর পেরে উঠছেন না বলেই তাঁর এই অবসর।

রোমানের অবসর ঘোষণায় তোলপাড় চলছে দেশের ক্রীড়াঙ্গনে। পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা। এর মধ্যেই রোববার টঙ্গীতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদের সঙ্গে তাঁর কথা হয়। সেখানে নানা আলোচনার মধ্যে সাধারণ সম্পাদক রোমানকে বলেছেন, তিনি যদি ফিরতে চান, তাহলে ক্ষমা প্রার্থনা করে ফেডারেশনের কাছে একটি চিঠি দিতে হবে। তবে রোমান আজ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ক্ষমা প্রার্থনা করবেন না। তাঁর ভাষায়, তিনি কোনো অপরাধ করেননি।

আজ প্রথম আলোর কাছে রোমান সেই ক্ষোভের কথাই আবার তুলে ধরেছেন, ‘আমি আসলে আর পেরে উঠছিলাম না। আমি সম্প্রতি বিয়ে করেছি, একজনের দায়িত্ব নিয়েছি। এমন পরিস্থিতিতে আমি আর্থিক সুবিধা যা পাই, সেটি অপ্রতুল। ফলে এ অবস্থায় আমার পক্ষে আন্তর্জাতিক আর্চারি চালিয়ে যাওয়া সম্ভব নয়। রোববার চপল স্যারের (রাজীব উদ্দীন আহমেদ) সঙ্গেও কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন সব ভুলে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটা চিঠি লিখতে। কিন্তু আমি ক্ষমা কেন চাইব? আমি তো কোনো অপরাধ করিনি।’

জাতীয় দলের হয়ে আর আর্চারি খেলতে চান না রোমান সানা

রাজীব উদ্দীন আহমেদের কথা, ‘রোমানের সঙ্গে রোববার আমার কথা হয়েছে। ওকে ক্ষমা চেয়ে ফেরত আসতে বলেছি। ক্ষমাটা সে ফেডারেশনের কাছে চাইবে। আমার কাছে নয়। আমি কোনো বিষয় না। সে এখন কী করবে, সেটা একান্তই তার বিষয়।’ তবে ক্ষমা চেয়ে চিঠি লিখলেই যে রোমানকে জাতীয় দলে ফেরত নেওয়া হবে, ব্যাপারটি তেমন নয়। জাতীয় দলে ফিরতে রোমানকে পারফরম্যান্স দিয়েই ফিরতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের তিন দিন আগে করা এক মন্তব্যেও ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছে। তিনি রোমানকে ‘মানসিক রোগী’ বলেছেন। রাজীব উদ্দীন আহমেদের এমন মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রোমান, ‘স্যার এ কথা সেদিন কেন বলেছেন, আমি জানি না। দুনিয়ার সব আর্চারি দলেই মনোবিদ থাকেন। আমি একবার মনোবিদের কাছে গিয়েছিলাম। গত বছর বিশ্ব আর্চারি ফেডারেশনে সেই মনোবিদের সনদ পাঠানো হয়েছিল। এতেই আমি মানসিক রোগী হয়ে গেলাম?’

২০২২ সালের নভেম্বরে সতীর্থ এক খেলোয়াড়ের গায়ে হাত তুলে নিষিদ্ধ হয়েছিলেন রোমান। গত সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসের কিছুদিন আগে তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সাম্প্রতিক কালে তাঁর ফর্ম ভালো নেই। বাদ পড়েছেন জাতীয় দল থেকেও।