বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান

ফাইনালে ওঠা হলো না ইমরানুরের

আগের দিন ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। নিজের হিটে দ্বিতীয় এবং সব হিট মিলিয়ে ষষ্ঠ হয়ে উঠে আসেন সেমিফাইনালে। কিন্তু আজ সেই টাইমিং আর ধরে রাখতে পারেননি ইমরানুর রহমান। ফাইনালে ওঠার স্বপ্নও পূরণ হয়নি তাঁর। ব্যাংককে অনুষ্ঠানরত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে শেষ পর্যন্ত ১১তম হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।

প্রায় ৬০ মিটার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিলেন ইমরান। কিন্তু শেষ ২০-৩০ মিটারে খেই হারিয়ে ফেলেন। দৌড়ের গতি কমে যাওয়ায় আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। ২৪ সেমিফাইনালিস্টের মধ্যে ইমরানুরের সময় ১০.৪০ সেকেন্ড। অষ্টম হয়ে ফাইনালে ওঠা অ্যাথলেটের চেয়ে তাঁর টাইমিং মাত্র ০০.০২ সেকেন্ড বেশি।
প্রতিযোগিতায় হাইজাম্পে আজ বাংলাদেশের রিতুর আক্তার ১.৭০ মিটার লাফিয়ে ১২তম হয়েছেন। দেশে তাঁর সেরা ছিল ১.৭৭ মিটার।