ফটো ফিচার

রোনালদোর চুমু, শারাপোভার হাসি

ব্রাজিলের দুবারের বিশ্বকাপজয়ী রোনালদোর আজ জন্মদিন? রোনালদো নিজে ২২ সেপ্টেম্বর দাবি করলেও তাঁর সর্বজনস্বীকৃত জন্মদিনটা আজই। তাঁর সাবেক সতীর্থ রবার্তো কার্লোস এ জন্য আজই শুভেচ্ছা জানিয়েছেন। আর প্রত্যুত্তর হিসেবে রোনালদো চুমু দিয়েছেন ‘গোল্ডেন লেফট’–এর কপালে। কিন্তু মারিয়া শারাপোভা হাসছেন কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

আর্লিং হলান্ড যেন মনেপ্রাণে ম্যানচেস্টার সিটির! ট্র্যাকস্যুট আর কেডস সিটির রঙের সঙ্গে মিলিয়েই পরেছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ রোববার।’
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের নতুন জার্সি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। সেই জার্সি পরে পোজ দিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন
ফর্মুলা ওয়ানে পোডিয়ামে ফিরেছেন লুইস হ্যামিল্টন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘প্রতি সপ্তাহেই আমরা দল হিসেবে লড়াই করি এবং লড়াইগুলো খুব কঠিন।’
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বাবার আজ জন্মদিন। বাবাকে শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করেছেন সানিয়া
ক্রিস গেইল বরাবরই আমুদে ব্যক্তিত্ব। ভাতিজাদের সঙ্গে মজা করার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চার ভাতিজার সঙ্গে আমি...।’
টেনিস ছাড়লেও ফিটনেসের প্রতি বেশ মনোযোগী মারিয়া শারাপোভা। ফিটনেসের খ্যাতিমান ব্র্যান্ড ‘বালা’ নতুন কার্যক্রম শুরু করবে। তাঁদের প্রশংসা করে হাসিমুখের ছবিটি পোস্ট করেন রাশিয়ার সাবেক এই টেনিস খেলোয়াড়
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থ রবার্তো কার্লোস। তাঁর কপালে চুমু দিয়ে শুভেচ্ছার প্রত্যুত্তর দেন রোনালদো