বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আজ বিষয়টি নিশ্চিত করেছে।
২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। বাংলাদেশ থেকে তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন ইমরানুর। এর আগে শুটার রবিউল ইসলাম ওয়াইল্ড কার্ড পান। আর আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় আছেন দুই সাঁতারু, এক বক্সার ও দুই গলফার। তবে অ্যাথলেটিকস ও সাঁতারে ওয়াইল্ড কার্ড দুই খেলার বৈশ্বিক ফেডারেশনই দিয়ে থাকে। সরাসরি তারা নির্দিষ্ট দেশের ফেডারেশনকে ওয়াইল্ড কার্ড নিশ্চিত করে।
বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় পাঠিয়েছিল ইমরানুরের নাম। আজ ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) ই–মেইল করে ইমরানুরের ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি জানিয়ে দেয় বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন।
ইমরানুর অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব। ইংল্যান্ড থেকে সরাসরি প্যারিসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ইমরানুর।