ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি
ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি

প্যারিস অলিম্পিক

রুপা জিতে কোভিড পজিটিভ পিটি

ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জিতেছেন গত রোববার। পরের দিন, অর্থাৎ গতকাল কোভিড টেস্টে তিনি পজিটিভ প্রমাণিত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটেনের অলিম্পিক দল। ব্রেস্টস্ট্রোকে পারফরম্যান্স করার সময় তাঁকে শতভাগ সুস্থ বলেও মনে হয়নি।

ব্রিটেন অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়, ২৯ বছর বয়সী এই অলিম্পিয়ান, ‘সুইমিংয়ে শেষ দিকে রিলে ইভেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফেরার আশা করছেন। রোববার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।’

রিলে ইভেন্টে পুলে ফেরার আশায় পিটি

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটি দুবারের চ্যাম্পিয়ন। কিন্তু গত পরশু ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে যান। তখন পিটির অসুস্থতা নিয়ে কিছু শোনা যায়নি। ব্রিটেন অলিম্পিক দলের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বহরকে স্বাস্থ্যবান রাখতে যে কোনো অসুস্থতায় সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সঠিকভাবে সামলানো হয়।’