সিঙ্গাপুরে অনূর্ধ্ব-২১ এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) ছেলেদের বিভাগে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তাতে টুর্নামেন্টের সেরা পাঁচে থাকা নিশ্চিত করে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্রও পেয়েছে বাংলাদেশ।
আজ তৃতীয় ম্যাচে পিছিয়ে পড়েও থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪-২ গোলে। বাংলাদেশের পয়েন্ট ৯। ৫ দলের গ্রুপে বাংলাদেশই এখন শীর্ষে। ৬ পয়েন্ট করে পেয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। আজ বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ ইন্দোনেশিয়ার সঙ্গে। বড় কোনো অঘটন না হলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিতই।
বাংলাদেশের বিপক্ষে আজ থাইল্যান্ড এগিয়ে গিয়েছিল ১১ মিনিটে। ১৫ মিনিটে আবদুল্লাহর পেনাল্টি কর্নার গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর টানা তিনটি ফিল্ড গোল করেছে লাল-সবুজের ছেলেরা। গোল করেছেন ইসলাম, আমান শরিফ ও মোহাম্মদ হোসেন। ৪-১ হওয়ার পর থাইল্যান্ড ৪-২ করেছে। ছেলেরা প্রথম ম্যাচে ৭-০ গোলে সিঙ্গাপুরকে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় ৫-০ গোলে।
মেয়েরাও টানা তৃতীয় জয় পেয়েছিল। কিন্তু আজ চতুর্থ ম্যাচ শক্তিশালী চায়নিজ তাইপের কাছে বাংলাদেশ হেরে গেছে ৩-০ গোলে। জয়ী দলের ই চুন হাং ৩ গোল করেন। বাংলাদেশের বাকি দুটি ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। সাত দলের লিগভিত্তিক খেলায় সব দলেরই ছয়টি করে ম্যাচ। শীর্ষ চারটি দল মেয়েদের অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের মূল পর্বে যাওয়ার কথা।
বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারায় ৫-৪ গোলে। দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে আসে ২-১ গোলের জয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশের মেয়েরা উড়িয়ে দেয় ৭-২ গোলে।