অস্ত্রোপচারের পর মেসুত ওজিল
অস্ত্রোপচারের পর মেসুত ওজিল

ফটো ফিচার

ফুরফুরে মেজাজে সাব্বির-লিটন, ওজিলের অস্ত্রোপচার

পিঠের ব্যথায় ভুগছিলেন জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল। অস্ত্রোপচার সফলভাবে হয়েছে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিউজিল্যান্ড সফরে গিয়ে ফুরফুরে মেজাজে আছেন লিটন দাস ও সাব্বির রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

শীত বিদায় ঘণ্টা বাজিয়ে অস্ট্রেলিয়ায় গ্রীষ্ম আসি আসি করছে। রোদের উত্তাপ গায়ে মাখতে বন্ধু-বান্ধবদের নিয়ে বের হয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শীত পালাচ্ছে।’
ইংল্যান্ড নারী দলের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন অ্যালভেনলে ক্রিকেট ক্লাবের হয়ে মৌসুম শেষে দুই সতীর্থকে নিয়ে এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এসিসির হয়ে মৌসুম শেষে।’
ম্যানচেস্টার ডার্বিতে কাল ম্যানচেস্টার সিটির হয়ে দুই হ্যাটট্রিকম্যান একই ফ্রেমে—ফিল ফোডেন ও আর্লিং হলান্ড। সিটির নরওয়ে তারকা এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ম্যানচেস্টারের রং নীল।’
নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। আপাতত ঘুরেই সময় কাটছে খেলোয়াড়দের। নিউজিল্যান্ডের ঘোরার ফাঁকে এ ছবিটি পোস্ট করেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান
সাব্বির রহমানের মতো লিটন দাসও এখন নিউজিল্যান্ড সফরে সময় কাটাচ্ছেন। তিনিও নিউজিল্যান্ডের রাস্তায় ঘোরার এ ছবিটি পোস্ট করেন
গলফের অন্যতম বিত্তশালী টুর্নামেন্ট আলফ্রেড ডানহিল লিংকস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে অংশ নিয়ে বিমানে ফেরার পথে ছবিটি পোস্ট করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তাঁর পেছনেই বসে আছেন ইউক্রেন ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কো
পিঠের চোটে অনেক দিন ধরেই ভুগছেন মেসুত ওজিল। অস্ত্রোপচার করানোর কথা ছিল। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকার এ ছবিটি পোস্ট করেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার
শহীদ আফ্রিদি ক্রিকেট অন্তঃ প্রাণ। খেলা ছাড়ার পর খেলা দেখতেও ভালোবাসেন। পাকিস্তান-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মোবাইলে দেখার সময় এ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন সাবেক এই অলরাউন্ডার