পরনে সাদা ছাপার শার্ট, হাতে বন্দুক—এ কোন ডেভিড ওয়ার্নার! কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ার্নারের এমন একটি ছবি ছড়িয়ে পড়ে। এর পর থেকেই গুঞ্জন ওঠে—ওয়ার্নার কি তেলেগু তারকা আল্লু অর্জুনের পুষ্পা সিনেমায় অভিনয় করছেন নাকি?
গতকাল পুষ্পা ২ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ভিডিওতে ওয়ার্নারকে দেখা না গেলেও সেই গুঞ্জনও এখনো শোনা যাচ্ছে। আসলেই কি ওয়ার্নার পুষ্পা ২ সিনেমায় আছেন?
ওয়ার্নারকে নিয়ে এমন গুঞ্জন শুধু ভাইরাল হওয়া ছবির কারণে নয়। তেলেগু ভাষাভাষীদের সঙ্গে তাঁর সম্পর্কটা পুরোনো। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে ৭ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।
হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপা এসেছে এই ওয়ার্নারের হাত ধরে। এখন দল পরিবর্তন করলেও তিনি অনেকটা হায়দরাবাদের ঘরেরই ছেলে। ওয়ার্নার সেখানে এতটাই জনপ্রিয় যে নানা বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়। সম্প্রতি তেলেগু নির্মাতা এসএস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।
পুষ্পার প্রথম কিস্তি মুক্তি পায় ২০২১ সালে। এরপর থেকেই থেকেই ওয়ার্নার আল্লু অর্জুনের পুষ্পা চরিত্রের মতো অঙ্গভঙ্গি করেন। বেশ কয়েকটি ভিডিও ও ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টে শেয়ারও করেছেন।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের সময়ে ভারতীয় অনেক সমর্থক ওয়ার্নারের ছবি দিয়ে পুষ্পা ২–এর পোস্টার বানিয়েছিলেন। ওয়ার্নারও ফিল্ডিং করার সময় পুষ্পার গান শ্রীভাল্লি গানে নেচেছেন। সব মিলিয়ে পুষ্পা ২ সিনেমায় অভিনয় করার জন্য ওয়ার্নারের জন্য মঞ্চ অনেকটা প্রস্তুতই ছিল।
ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুষ্পার কিছু অংশের শুটিং হয়েছে মেলবোর্নে। সেখানে দুই দল সন্ত্রাসীদের মারামারির একটি সিকোয়েন্সে ওয়ার্নার থাকতে পারেন। আর ভাইরাল হওয়া এই ছবিটিও এমন ইঙ্গিত দিচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি।
তবে যেহেতু ওয়ার্নারের ক্যামিও করার কথা, তাই আগে থেকেই ওয়ার্নারের অভিনয়ের বিষয়টি না জানানোরই কথা পুষ্পা টিমের। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে পুষ্পা ২। তখনই আসলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ওয়ার্নার। সম্প্রতি পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্যও দিয়েছেন। এবার সিনেমায় তাকে দেখা গেলে নতুন একটা পরিচয় যোগ হবে ওয়ার্নারের।