মেরিনার ইয়াংসের কাছে আবারও হেরেছে আবাহনী
মেরিনার ইয়াংসের কাছে আবারও হেরেছে আবাহনী

আবারও মেরিনার্সের কাছে আবাহনীর হার, হকিতে জমেছে শিরোপার লড়াই

মেরিনার ইয়াংসের বিপক্ষে যেন জিততে ভুলে গেছে আবাহনী। হকিতে ক্লাব কাপ ও লিগ মিলিয়ে মেরিনার্সের বিপক্ষে টানা তিন ম্যাচ হারল আবাহনী। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকি লিগের সুপার সিক্সের ম্যাচে মেরিনার্স ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে।

এ জয়ে লিগ লড়াইয়ে দারুণভাবে ফিরল মেরিনার্স। তাদের পয়েন্ট ২৮। আবাহনীর পয়েন্টও ২৮। ৩২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে মোহামেডান।

মেরিনার্সের পক্ষে গোল দুটি করেছেন সোহানুর রহমান ও ফজলে রাব্বি। ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার কাজে লাগান মেরিনার্সের সোহানুর রহমান। এর ৬ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে মেরিনার্সকে ২-০ গোলে এগিয়ে দেন ফজলে রাব্বি। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে আবাহনী। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় খেলোয়াড় সিশে গাওয়াত।

স্কোরলাইন ২-১ করে দারুণ এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল আবাহনী। তুলনামূলক ভালো খেলে গোলের সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোল পায়নি।

ম্যাচ শেষে বিমর্ষ আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ ময়ূর পান্ডে গোল মিসকেই হারের বড় কারণ বললেন, ‘আমরা ভালো ভালো সুযোগ কাজে লাগাতে পারিনি। সহজ সুযোগ নষ্ট করলে জেতা যায় না। এ ম্যাচে হারের জন্য খেলোয়াড়েরা শুধু নিজেদেরই দায়ী করতে পারে।’