জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপির অ্যাথলেটরা দাপট দেখিয়েছে
জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপির অ্যাথলেটরা দাপট দেখিয়েছে

বিকেএসপির ধারেকাছে নেই কেউ

আজ শেষ হওয়া শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছে যথারীতি বিকেএসপি। ৪২টি ইভেন্টের মধ্যে বিকেএসপি ২৬টি সোনা, ১২টি রুপা, ৯টি ব্রোঞ্জসহ ৪৭টি পদক জিতেছে। প্রাতিষ্ঠানিকভাবে সবার ধরাছোয়াঁর বাইরে দেশের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি।

৪টি সোনা, ৫টি রুপা, ৬টি ব্রোঞ্জসহ ১৫টি পদক নিয়ে দ্বিতীয় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। ৩টি সোনা, ১টি রুপা এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় কিশোরগঞ্জ। ৪৫টি সংস্থার ৩৯২ জন অ্যাথলেট অংশ নিয়েছেন তিন দিনের প্রতিযোগিতায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ দিনে ২টিসহ ৭টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। কিশোরী বিভাগে এদিন ৪০০ মিটারে বিকেএসপির আজমি খাতুন রেকর্ড গড়েছেন। কিশোর বিভাগে ট্রিপল জাম্পে বিকেএসপির তামিম হোসাইন রেকর্ড গড়েন। বালক ৪০০ মিটারে সোনা জিতেছেন বিকেএসপির ছানি ইসলাম।

বালিকা ৪০০ মিটারে সোনা বিকেএসপির মিম আক্তারের। কিশোর ৪০০ মিটারে সোনা বিকেএসপির জামিল আহমেদের। ৪০০ মিটার কিশোরী বিভাগে নতুন জাতীয় রেকর্ডসহ সোনা পেয়েছে বিকেএসপির আজমি খাতুন।