বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দলের অধিনায়ক মেহরাব হাসান
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দলের অধিনায়ক মেহরাব হাসান

দিনে ৪০০ টাকা ভাতায় কী হয়—বিশ্বকাপের টিকিট পেয়ে যুব হকির অধিনায়কের প্রশ্ন

দেশের ঘরোয়া হকি এক বছর হলে দুই বছর বন্ধ থাকে। খেলা হলেও খেলোয়াড়দের পারিশ্রমিক খুবই সামান্য। জাতীয় দলের ক্যাম্প হলে খেলোয়াড়েরা বলার মতো কিছুই পান না। যুবাদের প্রাপ্তির খাতা তো শূন্যই বলা যায়।

এ নিয়ে অনেক আক্ষেপ বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের অধিনায়ক মেহরাব হাসানের। আজ ওমানের মাসকটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। হকির কোনো বিশ্বকাপে এই প্রথম উঠল বাংলাদেশ। এমন সাফল্যের পর মেহরাবের মুখে অনেক বঞ্চনার কথা।

মাসকট থেকে টেলিফোনে প্রথম আলোকে মেহরাব বলেন, ‘আমরা হকি খেলি, কিন্তু হকিতে কোনো টাকাপয়সা নাই। ক্যাম্প চলাকালে আমরা হাতখরচ পাই দিনে মাত্র ৪০০ টাকা। বর্তমান অবস্থায় দিনে ৪০০ টাকা ভাতায় কী হয় বলুন? মাসে ১২ হাজার টাকায় কিছুই হয় না। কিন্তু দেখুন, এক জোড়া ভালো বুটের দামই ১৮-২০ হাজার টাকা। বিদেশে এলে দৈনিক ভাতা এক হাজার টাকা। এই অবস্থায় পরিবার থেকে উল্টো টাকা নিয়ে আমাদের চলতে হয়। আমরা চাই ভাতা বাড়ানো হোক।’

ফুটবল-ক্রিকেটে কোনো সাফল্য এলে খেলোয়াড়দের যেমন বরণ করে নেওয়া হয়, আমাদেরও তেমন বরণ করা হোক (বাংলাদেশ দল ঢাকা ফিরবে বৃহস্পতিবার সকালে)।
মেহরাব হাসান, অধিনায়ক, বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল

হকি ফেডারেশনের আর্থিক সংকট নতুন নয়। পৃষ্ঠপোষকও সেভাবে আসে না। ফেডারেশন সভাপতি বিমানবাহিনী প্রধান অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প চালাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বলেই আড়াই মাস টানা অনুশীলন হয়েছে বিকেএসপিতে। খেলোয়াড়দের কষ্ট হয়েছে, তবু তাঁরা নিজেদের তৈরি করেছেন একাগ্রতার সঙ্গে।

এই প্রথম হকির কোনো বিশ্বকাপে উঠল বাংলাদেশ

এ নিয়ে বিকেএসপির সাবেক ছাত্র মেহরাব বলেন, ‘আমরা চেয়েছি একটা ভালো ফলাফল করতে। যেন পৃষ্ঠপোষক আসে হকিতে। তাহলে আমরা কিছু টাকা পাব। বিশ্বকাপ নিশ্চিত করার পর আশা করি আমরা এবার কিছু সুযোগ-সুবিধা পাব।’ বিশ্বকাপে উঠে আর কী প্রত্যাশা করছেন? জানতে চাইলে তাঁর কথা, ‘ফুটবল-ক্রিকেটে কোনো সাফল্য এলে খেলোয়াড়দের যেমন বরণ করে নেওয়া হয়, আমাদেরও তেমন বরণ করা হোক (বাংলাদেশ দল ঢাকা ফিরবে বৃহস্পতিবার সকালে)।’

বিশ্বকাপে ওঠার কৃতিত্বটা মেহরাব দলের সবাইকে দিয়েছেন, ‘আজকের সাফল্য দেশের হকির জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ জানাই টিমমেটদের, সবাই খুব ভালো খেলেছে। আমাদের আত্মবিশ্বাস ছিল পারব। চীন অনেক ভালো দল। এশিয়ান হকি ফেডারেশন কাপে ওদের হারিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে আসি। ভেবেছি নিজেরা একটু চেষ্টা করলে এবং সর্বোচ্চটা দিতে পারলে ভালো করব। সেটা পেরেছি।’

বিশ্বকাপে ওঠার কৃতিত্ব সবাইকে দিয়েছেন মেহরাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্র মেহরাব নিয়মিত প্রিমিয়ার লিগ চান। লিগ হলে খেলোয়াড়দের উন্নতি হবে, বিশ্বাস তাঁর।