অলিম্পিক মানেই যেন রং, আলো ও জাদুর ঝলকানি। কেউ হাওয়ায় ভাসছেন, আবার কেউ লক্ষ্যে পৌঁছাতে অতিক্রম করছেন কঠিন বাধা। এখানে জয়ের আনন্দ যেমন আছে, একইভাবে আছে না পাওয়ার যন্ত্রণাও। সেসব মুহূর্তের নির্বাচিত ছবি নিয়েই এই আয়োজন।
পুরুষদের ম্যারাথানে সবার সামনে দেখা যাচ্ছে কেনিয়ার দুবারের অলিম্পিক সোনাজয়ী সর্বকালের অন্যতম সেরা রানার ইলিউড কিপচোগেকে। আগের দুই আসরে সোনা জেতা কিপচোগে অবশ্য এবার আগেই ছিটকে যান পদকের লড়াই থেকে
মেয়েদের কায়াক একক ৫০০ মিটারের লড়াইয়ে নিজের লক্ষ্যে ছুটছেন আর্জেন্টিনার ব্রেন্ডা রোহাস
বিজ্ঞাপন
পুরুষদের ম্যারাথনে এবার চমক দেখিয়েছেন ইথিওপিয়ার তামিরাত তোলা। সোনা জিতে দৌড় শেষ করার আগমুহূর্তে এমনই উচ্ছ্বসিত ছিলেন তোলা
বিজ্ঞাপন
প্যারিস অলিম্পিকের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে আইফেল টাওয়ার। এবার এমনই নয়নাভিরাম সাজে ধরা পড়েছে ঐতিহ্যবাহী এই টাওয়ারটিপুরুষদের ডাইভিংয়ের সেমিফাইনালে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাসিয়েল রুশোকে অলিম্পিকে এবারই প্রথম অভিষেক হয়েছে ব্রেকিংয়ের। এই ইভেন্টের সোনা জয়ের পথে এমন মুভ দিতে দেখা যায় জাপানের আমি ইউয়াসারমেয়েদের ওয়াটার পোলোয় যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের লড়াই উপভোগ করছেন এক ডাচ দর্শক। শেষ মুহূর্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পদকও জিতে নিয়েছে নেদারল্যান্ডসমেয়েদের বোল্ডার অ্যান্ড লিডের এক মুহূর্তে এভাবে হাওয়ায় ভাসতে দেখা যায় যুক্তরাষ্ট্রের জানিয়া গ্রানব্রিতকে