বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদের সঙ্গে ব্রোঞ্জজয়ী তপু রায় ও মেঘলা রানী
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদের সঙ্গে ব্রোঞ্জজয়ী তপু রায় ও মেঘলা রানী

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ব্রোঞ্জ

ইরাকের বাগদাদে এশিয়া কাপ আর্চারিতে আগামীকাল দুটি ইভেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগের দুই ফাইনালেই প্রতিপক্ষ ভারত।

ফাইনালে হারলেও রুপা জয় নিশ্চিত হয়ে গেছে। কাল ব্রোঞ্জের লড়াইয়েও নামবে বাংলাদেশ। তার আগে আজ কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম পদক।

তপু রায় ও মেঘলা রানীকে নিয়ে গড়া বাংলাদেশ কম্পাউন্ড মিশ্র বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৮-১৪৬ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক ইরাককে। প্রথম সেটে বাংলাদেশ ৩৬-৩৪ পয়েন্ট ও পরের সেটে ৩৭-৩৬ পয়েন্টে এগিয়ে ছিল। শেষ দুই সেটে সমতা ছিল ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে। প্রথম দুই সেটে তিন পয়েন্টে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত তৃতীয় হয়েছে বাংলাদেশ।

কুয়েতকে ১৫১-১৪৫ স্কোরে হারিয়ে বাংলাদেশ দল উঠে আসে সেমিফাইনালে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে ১৪৬-১৫৭ স্কোরে হেরে নামতে হয় ব্রোঞ্জের লড়াইয়ে। কম্পাউন্ড মিশ্র বিভাগে ৬টি দেশ খেলেছে। তাতে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।