হকিতে নেই আশার আলো
হকিতে নেই আশার আলো

হকির আকাশে হতাশা

কেউ ঢুকেছেন ব্যবসায়, কেউবা যাচ্ছেন বিদেশে   

হকিতে আন্তর্জাতিক সাফল্য আসছে, কিন্তু সেটি মূলত বিকেএসপির খেলোয়াড়দের হাত ধরে। বাংলাদেশের ঘরোয়া হকি মানে শুধুই হতাশার গল্প। কোথায় আটকে গেল হকি?

টেলিভিশনে আফিফ হোসেনকে দেখলে দীর্ঘশ্বাস ফেলেন কাজী রাইয়ান রহমান। জাতীয় দলের ক্রিকেটার আফিফ যখন বিপিএলে খেলেন, রাইয়ান নিজের শাড়ি-কাপড়ের দোকানে ব্যস্ত ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে। অথচ বিকেএসপিতে একই ব্যাচে ভর্তি হয়েছিলেন দুজন। ক্রিকেটার আফিফ আর হকি খেলোয়াড় রাইয়ানের বন্ধুত্ব এখনো অটুট। কিন্তু আফিফের পরিচিতি দেশের বাইরে বিস্তৃত হলেও হকিস্টিক তুলে রেখে রাইয়ান ধরেছেন ব্যবসা।

সর্বশেষ ২০১৮ সালে প্রথম বিভাগের দল শান্তিনগর ক্লাবের হয়ে খেলেছেন। হকি অনিয়মিত হওয়ায় খেলা ছেড়ে দেওয়া এই তরুণ বলছিলেন, ‘জাতীয় দলে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নতুন করে কিছু শুরু করা কঠিন। তবু ব্যবসার চেষ্টা করছি। সবকিছু নিয়মিত হলে খেলাটা ছাড়তাম না।’

ফেডারেশনের পরিকল্পনাহীনতায় একটা প্রজন্ম যেন খেলাটা থেকেই হারিয়ে যেতে বসেছে। হাতে গোনা কিছু খেলোয়াড় বিভিন্ন বাহিনীতে চাকরি করছেন। বাকিরা ভুগছেন হতাশায়।

প্রায় ১৪ বছর জাতীয় দলে খেলা গোলরক্ষক জাহিদ হোসেন তিন বছর নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। মাঠে নিয়মিত খেলা না থাকায় সাভারের বাইপাইলে জুতার ব্যবসা শুরু করেছিলেন। টাকাপয়সার অভাবে সেটাও চলেনি। গত অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সামান্য কিছু উপার্জন করলেও এখন অনিশ্চয়তা প্রিমিয়ার লিগ নিয়ে। স্ত্রীর আয়েই চলছে সংসার। ‘সংসারে যেভাবে টাকাপয়সা দেওয়া দরকার, সেভাবে দিতে পারি না। অথচ আমি জাতীয় দলে খেলেছি, অধিনায়কও ছিলাম!’—বলছিলেন হতাশ জাহিদ।

স্ট্রাইকার কাজী গোলাম ওয়ারেস সর্বশেষ খেলেছেন পিডব্লিউডির হয়ে ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে। মাঝে কিছুদিন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার কোচ হিসেবে কাজ করেন। এখন সেখানেও কেউ হকিতে আগ্রহী নন। হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হকির দুরবস্থার জন্য ফেডারেশন কর্মকর্তাদেরই দায়ী করেন তিনি, ‘চেয়ারে বসা কর্মকর্তারাই হকিকে ডুবিয়েছেন। যে কাজ করতে চায়, তাকে কাজ করতে দেওয়া হয় না। ইউসুফ ভাই (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ) চেষ্টা করেও পারছেন না। খন্দকার জামিল (সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন আহমেদ) ভাই না এলে আমরা ইউরোপে খেলার ব্যাপারে জানতামই না। অথচ তিনি এখন কোথাও নেই!’

ফেডারেশন চলছে পরিকল্পনাহীনতায়

স্ট্রাইকার কাজী গোলাম ওয়ারেস সর্বশেষ খেলেছেন পিডব্লিউডির হয়ে ২০১৯ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে। মাঝে কিছুদিন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার কোচ হিসেবে কাজ করেন। এখন সেখানেও কেউ হকিতে আগ্রহী নন। হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অনেকে তো চলেও গেছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করে থিতু হয়েছেন সাজ্জাদ। গোলাম মোস্তফা মানিক ফ্রান্সে, মোশাররফ হোসেন অস্ট্রিয়ায়, মেহরাব হোসেন ইতালিতে, মোজাহেদুল ইসলাম অস্ট্রেলিয়ায়, তৌহিদুল ইসলাম সুইডেনে, ইংল্যান্ডে থাকেন শেখ রমিজ আহমেদ, সৈয়দ রফিকুন্নবী ও ইশতিয়াক আহমেদ। শুধু খেলাটা মাঠে থাকলেই হয়তো ঠেকানো যেত এই স্রোত।