বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস

প্রথম ধাপ পেরিয়ে সেমিফাইনালে ইমরানুর

গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে চমক দেখিয়েছিলেন ইমরানুর রহমান। এশিয়ার শীর্ষ স্তরে এটিই বাংলাদেশের কোনো অ্যাথলেটের একমাত্র পদক। এবার সেই পদক ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই তেহরান গিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। সেই পথে প্রথম ধাপটা পেরিয়েছেন ভালোভাবেই।

ইরানের রাজধানীতে আজ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে নিজের হিটে ইমরানুর দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন। ইমরানুর তিন নম্বর হিটে ছিলেন। টাইমিং করেছেন ৬.৬০ সেকেন্ড। তাঁর হিটে প্রথম ওমানের আলী আনওয়ারের টাইমিং ৬.৫৬। আজই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সেমিফাইনাল।

৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের আরেক স্প্রিন্টার রাকিবুলও অংশ নিয়েছেন। চার নম্বর হিটের দৌড়ে তাঁর টাইমিং অবশ্য ভালো হয়নি, ৬.৮৭ সেকেন্ড। নিজের হিটে চতুর্থ হয়েছেন। ফলে বাদ পড়েছেন হিটেই।

তেহরান থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব প্রথম আলোকে বলেছেন,' ইমরান নিজের হিটে দ্বিতীয় হয়েছে। চার হিট মিলিয়ে টাইমিংয়ে শীর্ষ চারে আছে। ফলে সেমিফাইনালে উঠেছে। তবে এখনো সেমিফাইনালের তালিকা প্রকাশ করেনি আয়োজকেরা।’