পদকের আশা জাগিয়েও আলী কাদের ( বাঁয়ে) হলেন পঞ্চম, আবু সাঈদ ষষ্ঠ
পদকের আশা জাগিয়েও আলী কাদের ( বাঁয়ে) হলেন পঞ্চম, আবু সাঈদ ষষ্ঠ

পদক জিততে পারলেন না বাংলাদেশের দুই জিমন্যাস্ট

পদকের কাছাকাছি গিয়েও পারলেন না আলী কাদের হক ও আবু সাঈদ। বাংলাদেশের এই দুই জিমন্যাস্ট আগের দিন চমক দেখিয়ে ভোল্টিং টেবিলের ফাইনালে ওঠেন।

কিন্তু তুরস্কের কোনিয়া শহরে চলা ইসলামিক সলিডারিটি গেমসের ভল্টিং ফাইনালে আজ তাঁরা পদক জিততে পারেননি। অবশ্য যাওয়ার আগে পদকের আশাও ছিল না তাঁদের।

১২.৯৭৫ স্কোর করে ৮ জনের মধ্যে পঞ্চম হয়েছেন নিউজিল্যান্ডপ্রবাসী আলী কাদের। ষষ্ঠ হওয়া আবু সাঈদের স্কোর ১২.৩৫০। ১৪.৫৫০ স্কোর করে প্রথম আজারবাইজানের জিমন্যাস্ট ইভান তিখনভ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন স্বাগতিক তুরস্কের দুই জিমন্যাস্ট আদেম আসিল ও আহমেত অন্দের। তাঁদের স্কোর যথাক্রমে ১৩.৬২৫ ও ১৩.৬০০।

কোনিয়া থেকে বাংলাদেশ জিমন্যাস্টিকস দলের ম্যানেজার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন,‘আমাদের দুই জিমন্যাস্ট ভালোই করেছে। তাদের ল্যান্ডিং ঠিকই ছিল। কিন্তু একই ল্যান্ডিংয়ে অন্যরা বেশি স্কোর পেয়েছে। ফলে আমরা একটু হতাশই হয়েছি। প্রাপ্য স্কোর আমরা পাইনি।’

আজ সকালে হয়েছে অল অ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্ট। আবু সাঈদ ২৮ জনের মধ্যে হন ১৪তম। শিশির আহমেদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে পায়ে চোট লাগার কারণে সব ইভেন্টে খেলতে পারেননি। তবে টিম চ্যাম্পিয়নশিপের জন্য খেলেছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দলীয়ভাবে ষষ্ঠ হয়েছে এই বিভাগে।

স্কোর শিট

বাংলাদেশ নারী হ্যান্ডবল দল আজ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে সেনেগালের কাছে ৪৫-২৫ গোলে হেরেছে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭টি গোল করেন খাদিজা। দ্বিতীয় সর্বোচ্চ ৫ গোল শ্যামলীর।

প্রথমার্ধে ১৯-১১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। নারী হ্যান্ডবল দল গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে। প্রতি ম্যাচেই তাদের গোলসংখ্যা বেড়েছে। বাংলাদেশের মেয়েরা আজ সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন।

বাংলাদেশ পুরুষ টেবিল টেনিস দল পদকের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে ইয়েমেনের কাছে ৩-০ সেটে হেরেছে রামহিম-মুহতাসিনের বাংলাদেশ।