দক্ষিণ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ যুব ভলিবল দল
দক্ষিণ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ যুব ভলিবল দল

এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপ

কোরিয়ার কাছে হেরে বিদায় বাংলাদেশের

এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা হলো না বাংলাদেশের যুবাদের। শনিবার বাহরাইনে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

প্রতিযোগিতার সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন কোরিয়া। অনুমিতভাবেই কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। কিন্তু কোরিয়ার চেয়ে সুযোগ-সুবিধায় অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ যুব ভলিবল দল প্রতিটি সেটে বুক চিতিয়ে লড়াই করেছে। হারের আগে এতটুকু হারতে চায়নি। ইরানি কোচ আলিপোর আরজির অধীনে মাত্র এক মাসের অনুশীলন করেই শক্তিশালী অস্ট্রেলিয়া, জাপান, ইরাকের মতো দলগুলোকে পেছনে ফেলে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু কোরিয়ার কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। এই হারে বাংলাদেশকে খেলতে হবে পঞ্চম ও ষষ্ঠ স্থানের লড়াইয়ে।

মূলত অনভিজ্ঞতার জন্যই হেরেছে বাংলাদেশ। এই দলের বেশির ভাগ খেলোয়াড়ই প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমেছেন, সেখানে কোরিয়ার খেলোয়াড়েরা অনেক অভিজ্ঞ। কোরিয়ানদের সার্ভিস, ক্রসকোর্ট অ্যাটাক, ব্লক—সবকিছুতেই ছিল মুনশিয়ানার ছাপ।

আজ প্রথম সেটে বাংলাদেশ হেরেছে ১৫-২৫ পয়েন্টে। অথচ একটা সময় এই সেটে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮, কোরিয়ার ৯। দ্বিতীয় সেটে অবশ্য বাংলাদেশ খুব বেশি ভালো খেলতে পারেনি। এই সেটে বাংলাদেশের হার ১৩-২৫ সেটে। আর তৃতীয় সেটটি বাংলাদেশ হারলেও রীতিমতো ঝাম ঝরিয়ে ছেড়েছে কোরিয়ানদের। এই সেটে বাংলাদেশ হেরেছে ২০-২৫ পয়েন্টে।