বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালোই করেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে আজ শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ডটা তিনি পেরিয়ে গেছেন সহজেই। নিজের হিটে হয়েছেন প্রথম। যদিও টাইমিং হয়েছে ১০.৫০ সেকেন্ড।
দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার টাইমিং ১০.৮৯। ইমরানুরের সঙ্গে অনিসিও উঠেছেন হিটে। আজই বাংলাদেশ সময় রাত ১১টা ৪৩ মিনিটে শুরু হওয়া হিটে নামার কথা ইমরানুরের।
গত বছর জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুর ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। সেটি ভেঙেছেন গত মাসে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে উঠে যান সেমিফাইনালে। আজ বেশি সময় নেওয়ার কারণ হিসেবে বুদাপেস্ট থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব প্রথম আলোকে বলেছেন ‘ ইমরানুর যখন দেখেছে হিটে সে প্রথম হচ্ছেই, তখন দৌড়ের গতি শেষ দিকে কমিয়ে দিয়েছে। ফলে টাইমিং বেশি হয়েছে। তবে টাইমিং যা-ই হোক, বিশ্ব অ্যাথলেটিকসে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের প্রথম হওয়া বিরাট ব্যাপার। এটা একটা ইতিহাস।’
এবারই প্রথম নিজের কোচ স্টিভেন হাওয়ার্ড ও ফিটনেস ট্রেইনার রবার্ট আলীকে সঙ্গে নিয়েছেন ইমরানুর। লক্ষ্য ভালো কিছু করা। সেই লক্ষ্য পূরণের কথাই গতকাল বুদাপেস্ট থেকে ফোনে বলেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব, ‘এশিয়ান গেমসের প্রস্তুতিতে বিশ্ব অ্যাথলেটিকসের অভিজ্ঞতা কাজে আসবে। আমার বড় লক্ষ্য থাকবে ভালো টাইমিং করা।’
গত বছর যুক্তরাষ্ট্রের অরিগনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের অভিজ্ঞতা অবশ্য ভালো ছিল না ইমরানুরের। প্রাথমিক রাউন্ডের বাছাই পেরিয়ে পরের রাউন্ডে গিয়েছিলেন। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাথমিক রাউন্ড পেরিয়ে হিটে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত চোটের কারণে ট্র্যাকেই নামতে পারেননি ইমরানুর। প্রাথমিক রাউন্ডে ইমরানুর সময় নিয়েছিলেন ১০.৪৭ সেকেন্ড।