যুক্তরাষ্ট্রের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি পেরিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছেন ইমরানুর রহমান
যুক্তরাষ্ট্রের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি পেরিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছেন ইমরানুর রহমান

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

পেরেছেন ইমরানুর, পৌঁছে গেলেন পরের রাউন্ডে

ফিনিশিং লাইন অতিক্রম করার পর ইমরানুর রহমানের মুখে হাসির দেখা নেই। গত মার্চে বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেও নিজের ভুলে দৌড় শেষ করেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেই ইমরানুরের সামনে ছিল নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরার আরেকটি সুযোগ।

যুক্তরাষ্ট্রের ওরিগনে আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে দৌড়েছেন ইমরানুর। প্রত্যাশা মতো টাইমিং হয়নি বলেই দৌড় শেষে হাসতে পারেননি। তবে টাইমিং মনমতো না হলেও শেষ পর্যন্ত প্রিলিমিনারি রাউন্ড থেকে পৌঁছে গেছেন পরের রাউন্ডে। অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারের হিটে দৌড়ানোর সুযোগ মিলেছে ইমরানুরের। বাংলাদেশের কোনো অ্যাথলেট প্রথমবারের মতো প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে চূড়ান্ত পর্বের হিটে জায়গা করে নিলেন।

আজ ১০.৪৭ সেকেন্ড সময় নিয়ে প্রিলিমিনারি রাউন্ডে দৌড়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাথলেট। আর এতেই জায়গা হয়েছে পরের রাউন্ডে। আজ বাংলাদেশ সময় ভোর ৭টা ৫০ মিনিটে হবে এই রাউন্ড।

নিয়ম অনুসারে প্রতি হিটের সেরা চার অ্যাথলেট যাবেন পরের রাউন্ডে। চারটি হিটের সেরা আটজনের সঙ্গে সুযোগ পাবেন টাইমিংয়ের দিক থেকে তাদের পরের সেরা আরও ছয় জন। সব মিলিয়ে প্রিলিমিনারি রাউন্ডের ৩২ জন স্প্রিন্টারের মধ্য থেকে ১৪ জন যাবেন মূল হিটে। সেখান থেকেই হবে ২৪ জনের সেমিফাইনাল।

ইমরানুর সেরা আটের মধ্যে থাকতে পারেননি। তিনি প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় হিটে হয়েছেন তৃতীয়। তবে সব মিলিয়ে যে ১৪ জন সুযোগ পেয়েছেন পরের রাউন্ডে যাওয়ার তাদের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি। ১০.৩১ সেকেন্ড সময় নিয়ে গায়ানার ইম্যানুয়েল আরচিবালড হয়েছেন প্রথম।

প্রিলিমিনারিতে স্বাভাবিকভাবেই তারকা স্প্রিন্টারদের পাননি ইমরানুর। কিন্তু এখানে তিনি যে হিটে দৌড়েছেন সেখানে বেশ কঠিন গ্রুপেই পড়েছিলেন। বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতির জন্য এ মাসের শুরুর দিকে লন্ডনে তিনি দৌড়েছিলেন ১০.২২ সেকেন্ড। যেটি এ পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা টাইমিং। প্রিলিমিনারিতে তার সঙ্গে হিটে দৌড়ানো সাত অ্যাথলেটের মধ্যে সবচেয়ে কম সময়ে দৌড়েছেন শুধু ইন্দোনেশিয়ার লালু মোহাম্মদ জোহরি। তার আগের সেরা টাইমিং ছিল ১০.০৩ সেকেন্ড। কিন্তু আজ লালু ১০.৪৬ সেকেন্ড দৌড়ে পরের রাউন্ডে ওঠেন।

দৌড় শেষে যুক্তরাষ্ট্র থেকে হোয়াটস অ্যাপে ইমরানুর বলেন, ‘ প্রত্যাশামতো টাইমিং হয়নি। তবে আশা করি পরের রাউন্ডে আরও ভালো করবো।’