এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানে একের পর এক সুখবর উপহার দিচ্ছে বাংলাদেশ দল। থাইল্যান্ডের ফুকেটে টুর্নামেন্টের চতুর্থ দিনেও সাফল্যের দেখা পেয়েছেন রোমান সানারা। আজ রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
নক আউট রাউন্ডের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রথমে ৬-০ সেটে থাইল্যান্ডকে হারিয়েছে। এরপর সেমিফাইনালে কাজাখস্তানকেও হারিয়েছে ৬-০ সেটে। আগামীকাল বাংলাদেশ ফাইনালে সোনা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে ভারতের।
রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে ভালো পারফরম্যান্স করলেও হতাশা উপহার দিয়েছে কম্পাউন্ডের মিশ্র দলগত ইভেন্ট। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের নেওয়াজ আহমেদ ও শ্যামলী রায় জুটিকে ১৫৫-১৫১ পয়েন্টে হারায় থাইল্যান্ড।
আগামীকাল বাংলাদেশ বেশ কয়েকটি পদকের লড়াইয়ে নামবে। সকালে দিনের শুরুতেই কম্পাউন্ডের পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সোনার পদকের জন্য লড়বে বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
দুপুরে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টেও সোনা জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ইভেন্টেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এরপর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইরানের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।
বিকেলে মেয়েদের রিকার্ভ একক ইভেন্টে সোনার লড়াইয়ে মুখোমুখি হবেন দুই বাংলাদেশি আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। সব শেষে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের হাকিম আহমেদ ব্রোঞ্জ জয়ের জন্য লড়াই করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের বিপক্ষে।