ফটো ফিচার

মিরাজ ঘুরছেন, বিরিয়ানি খাচ্ছেন শাস্ত্রী

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটোফিচার।
বিরিয়ানি নিয়ে মোহাম্মদ শামির সঙ্গে অতীত কোনো ঘটনা থেকে থাকবে, যে কারণে বিরিয়ানি খেতে গিয়ে তাঁর কথা মনে পড়ে গেল রবি শাস্ত্রীর। ছবিটি দিয়ে লিখেছেন, ‘শামি, তোমাকে ধন্যবাদ। তোমারটা পাওনা রইল!’
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না। মেহেদী হাসান মিরাজের ঈদের ছুটিটা তাই একটু লম্বাই হচ্ছে
বিমানে বসে থাকার এই ছবিটা দিয়ে বাবর আজম লিখেছেন, ’এ নিয়ে কাজ করা বন্ধ করো না।’ কী নিয়ে, তা অবশ্য বলেননি। ব্যাটিংয়ের কথা বলছেন, না অধিনায়কত্ব?
মায়ামিতে স্পোর্টস ইলাস্ট্রেটেডের ‘দ্য পার্টি’ অনুষ্ঠানটির উপস্থাপনা করতে গিয়ে ডেভিড বেকহামের দেখা হয়ে গেল সেরেনা উইলিয়ামসহ আরও অনেক পরিচিতের সঙ্গে
শুক্রবার ছিল দানি আলভেজের জন্মদিন। বন্ধুকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার কাফু
স্ত্রী রাকেল মরি এমনই জমকালো এক পোশাক পরেছেন যে, তাঁর সঙ্গে ছবিটা শেয়ার না করে পারেননি ইভান রাকিতিচ