ভারতের কার রেসিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মোটর রেসার তৌহিদ আনোয়ার। রেসের জগতে অভিক আনোয়ার নামে পরিচিত এই রেসার ইন্ডিয়ান কার রেসিং চ্যাম্পিয়নশিপের ভক্সওয়াগন পোলো ক্যাটাগরিতে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হয়েছেন।
চেন্নাইয়ে মাদ্রাজ মোটর রেস ট্র্যাকে ১০ থেকে ১২ ডিসেম্বর হয়েছে দ্বিতীয় রাউন্ড। ভক্সওয়াগন পোলো ক্যাটাগরিতে ২০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের আরেক রেসার আয়মান সাদাত হয়েছেন সপ্তম। অথচ প্র্যাকটিসে প্রথম হয়েছিলেন সাদাত। আগামী ১২ জানুয়ারি এই চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড হবে। প্রথম রাউন্ডে ষষ্ঠ হওয়া আনোয়ার দুই রাউন্ড শেষে তৃতীয় স্থানে আছেন।
আজ দ্বিতীয় হওয়ার পর চেন্নাই থেকে মুঠোফোনে রোমাঞ্চিত অভিক আনোয়ার বলছিলেন, ‘ইন্ডিয়া ন্যাশনাল রেসিং কার চ্যাম্পিয়নশিপে ভক্সওয়াগন পোলো কাপে প্রথম বাংলাদেশি হিসেবে পুরস্কার মঞ্চে উঠেছি। এ জন্য খুবই ভালো লাগছে।’
গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিক আনোয়ার। সেই শারীরিক ধকল সামলে উঠেছেন। তবে মাদ্রাজের ট্র্যাকে নামার আগেও জ্বর ছিল তাঁর, ‘আমি রেসে নামার আগে চারটি ট্যাবলেট খেয়েছি। জ্বর গায়ে রেস করেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পেরেছি, এতেই খুশি।’
২০১৯ সালে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রথম রেসার হিসেবে আন্তর্জাতিক পদক মঞ্চে ওঠেন তিনি।