বিএসপিএর বর্ষসেরা মিরাজ
বিএসপিএর বর্ষসেরা মিরাজ

বিএসপিএর বর্ষসেরা মিরাজ, জনপ্রিয় তপু

করোনায় থমকে যাওয়া পৃথিবী আবার জেগে উঠলে, ক্রীড়াঙ্গনও জেগে ওঠে। করোনার কারণে গত দুই বছর যে ক্রীড়া পুরস্কার দিতে পারেনি বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ), অবশেষে আজ দেওয়া হলো সেই পুরস্কার। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গত বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আর বর্ষসেরা রানারআপ হয়েছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ ও দিয়া সিদ্দিকী।

দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন তপু বর্মণ। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন শারমিন আক্তার, বর্ষসেরা আর্চারের পুরস্কার জিতেছেন দিয়া সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের সবাইকে।

নিজের তিনটি পুরস্কার দেখাচ্ছেন তপু

অন্ধকার হলরুমের মধ্যে চমৎকার লেজার শো দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর করোনায় স্থবির হয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের ধারা বর্ণনা করেন আর্চার রোমান সানা। অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক সামন হোসেনের সূচনা বক্তব্যের পর এবারের পুরস্কারপ্রাপ্ত তৃণমূলের সংগঠক আকবর আলী ও ক্রীড়ালেখক সমিতির সদস্যদের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত বিএসপিএর কার্যক্রমের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানের এক ফাঁকে। এসএ গেমসে সোনাজয়ী ফেন্সার ফাতেমা মুজিব ও তাঁর দল অসাধারণ ফেন্সিং প্রদর্শন করে সবাইকে মুগ্ধ করেন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রিকেট কোচ নাজমুল আবেদীন গাইলেন, ‘তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী।’ গান শুনে উপস্থিত দর্শকেরা তো ‘ওয়ান মোর’ বলে অনুরোধ জানালেন নাজমুল আবেদীনকে! আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গেয়ে শোনালেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ।

বাংলাদেশে দায়িত্ব পালনরত ভিনদেশি কোচদের ফ্যাশন শো মুগ্ধতা ছড়ায় দর্শকদের মধ্যে

অনুষ্ঠানের শেষ দিকে বাংলাদেশে দায়িত্ব পালনরত ভিনদেশি কোচদের ফ্যাশন শো মুগ্ধতা ছড়ায় দর্শকদের মধ্যে। সাইফ স্পোর্টিংয়ের কোচ আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি সেজেছিলেন বাংলার লাঠিয়ালের সাজে। মুক্তিযোদ্ধার কোচ রাজা ইসা হয়ে গেলেন বাউল। আর আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে দেখা গেল কৃষকের সাজে। মাথায় মাথাল আর হাতে কাস্তে নিয়ে যখন হাঁটছিলেন ফ্রেডরিখ, বেশ লাগছিল তাঁকে। ‘বাউলা কে বানাইল রে’ ও ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে মঞ্চের এ মাথা থেকে অন্য মাথায় হাঁটলেন এই বিদেশি কোচেরা।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া মিরাজের গত বছরটা অসাধারণ কেটেছে। ৭ টেস্টে পেয়েছেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার। প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন গত বছর। ১১ ওয়ানডে ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। দেশের মাটিতে যে দুটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, দুটিতেই অবদান ছিল মিরাজের।

বর্ষসেরা নারী ক্রিকেটার শারমিন

বিএসপিএর পুরস্কার পাওয়ার পর বলছিলেন, ‘আমি তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিবছর খেলোয়াড়দের পুরস্কার দেয়। যেহেতু এই বছর আমি পেয়েছি অবশ্যই আমার অনেক ভালো লাগছে। এর আগে আমাদের সিনিয়র খেলোয়াড়েরা পেয়েছে, এবার আমি পাচ্ছি। (আশা করি) ভবিষ্যতেও তারা এটি আয়োজন করবে এবং ক্রিকেটার বা অন্য খেলোয়াড়েরা উৎসাহিত হবে—তারাও এই পুরস্কার পেতে পারবে।’ আর পপুলার চয়েজ পুরস্কার জেতা তপু বর্মণও ছিলেন উচ্ছ্বসিত, ‘এই পুরস্কার আমাকে আরও ভালো খেলতে উৎসাহিত করবে।’

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন শারমিন। এবার জিতলেন বিএসপিএর বর্ষসেরার পুরস্কার। ক্রেস্ট আর পুরস্কার হাতে শারমিন বলেন, ‘পুরস্কার জেতা সব সময় আলাদা একটা অনুভূতি। যা করেছি, সেই সম্মাননা এরই মধ্যে পেয়েছি। আর এই পুরস্কার পরবর্তী সময়ে ভালো খেলার জন্য আরও অনুপ্রেরণা দেবে।’

গান গেয়ে শোনালেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ

নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার এই পুরস্কারকে দেখছেন ট্যাবু ভাঙার প্রতীক হিসেবে, ‘বডিবিল্ডিংয়ে এসে অনেক বাধাবিপত্তির মুখে পড়তে হয়েছে। তবে আমি নেতিবাচক সবকিছু এড়িয়ে যাই। নেতিবাচক কিছু দেখব না, শুনব না, মানব না। সমাজের ট্যাবু ভেঙে সামনে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) সহসভাপতি মোহাম্মদ হিজিজি, মহাসচিব আমজাদ আজিজ মালিক ও স্পনসর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডিরেক্টর হেড অব অপারেশন্স মালিক মোহাম্মদ সাইদ ও বিএসপিএর সভাপতি সনৎ বাবলা।

একনজরে কুল–বিএসপিএ পুরস্কার
বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন তপু বর্মণ।

বর্ষসেরা নারী ক্রিকেটার শারমিন আক্তার।

বর্ষসেরা আর্চার দিয়া সিদ্দিকী।

উদীয়মান খেলোয়াড় রিতু আক্তার (অ্যাথলেট), আলী কাদের (জিমন্যাস্ট) ও শরীফুল ইসলাম (ক্রিকেটার)।

বর্ষসেরা নারী বডিবিল্ডার হয়েছেন মাকসুদা আক্তার।

বর্ষসেরা সাইক্লিস্ট ফয়সাল হোসেন।

বর্ষসেরা হকি খেলোয়াড় সোহানুর রহমান।

বর্ষসেরা কোচ অস্কার ব্রুজোন।

বর্ষসেরা ফেডারেশন দাবা।

বর্ষসেরা স্পনসর আমরা নেটওয়ার্ক।

বর্ষসেরা তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব ক্রিকেট কোচ আজমিরুজ্জামান আমির বাবু ও ফুটবল কোচ আকবর আলী।

এ ছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন সাবেক ফুটবলার আবদুল গাফফার, বর্ষসেরা ক্রীড়া সংগঠক হয়েছেন সৈয়দ শাহেদ রেজা।