ফটো ফিচার

বার্মি আর্মির রুমানা আর ভিনিসিয়ুসের খাবারের মেন্যু যখন লা লিগার ট্রফি

তারকারা এখন কী করেন কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার, এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার।
রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের দুই সতীর্থ। ছবিটি দিয়ে রোহিত শর্মা লিখেছেন, ‘ছেলেদের এই ব্যান্ডের নাম দিন।’ একটা নাম দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন, রোহিতের পছন্দ হলেও হতে পারে
বার্মি আর্মির একজন রুমানা আহমেদ! দুবাইয়ে‘ফেয়ারব্রেক’ নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের নারী ক্রিকেটারের দলের নাম যে বার্মি আর্মিই
সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় ডেভিড ওয়ার্নারের পরিবারের সবাইকে হয়তো এরই মধ্যে চেনা হয়ে গেছে আপনার
লা লিগা জিতে ভিনিসিয়ুস জুনিয়র কত খুশি, এ ছবিই তার প্রমাণ। খাবারের প্লেটে ট্রফি রেখে ক্যাপশন দিয়েছেন, ‘আজকের দিনের খাবারের মেন্যু!’
ঈদের ছুটিতে রাজশাহীতে সাব্বির রহমান, ছবিটিতেও সেই ছুটির আমেজ
এসি মিলানের ফরাসি মিডফিল্ডার তিমো বাকায়োকো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবেই