রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জুডোর সম্পর্ক বেশ পুরোনো। শৈশবে জুডোতেই প্রথম নিজেকে চিনেছিলেন পুতিন। ২১ বছর বয়সে লেনিনগ্রাদে জুডো চ্যাম্পিয়ন হয়েছিলেন। এখনো সময় পেলে জুডোকাদের সঙ্গে নেমে পড়েন ম্যাটে। নিজের দক্ষতা দেখান, কঠিন প্রতিপক্ষের সঙ্গে হেরে গেলে তাঁকে বাহবা জানান। নিজেদের খেলার প্রতি এত নিবেদিত দেখে আন্তর্জাতিক জুডো ফেডারেশন তাদের সঙ্গী করে এমন একজনকে।
আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) আলংকারিক সভাপতির পদে ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর আইজেএফ পুতিনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে। আজ রোববার আইজেএফ সভাপতি পদে পুতিনের অবস্থান স্থগিত করার ঘোষণা দিয়েছে।
২০০৮ সাল থেকে আইজেএফের এই পদে ছিলেন পুতিন। ১৪ বছরের সম্পর্কে কালো দাগ লাগিয়ে দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা। গত বৃহস্পতিবার হামলার পর থেকে এখন পর্যন্ত ৩ শিশুসহ ১৯৮ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর জানিয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পুতিনের সঙ্গে সম্পর্কে বিরতি টানছে আইজেএফ। আজ এক বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘ইউক্রেনে চলমান যুদ্ধের ঘটনায় আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনের সম্মানসূচক সভাপতি পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সে সঙ্গে তাঁর আন্তর্জাতিক জুডো ফেডারেশনের শুভেচ্ছাদূত পদও স্থগিত করা হয়েছে।’
১১ বছর বয়সে জুডোতে নাম লিখিয়েছিলেন পুতিন। শুরুতে তাঁর মধ্যে কোনো প্রতিভা খুঁজে পাননি কোচ আনাতোলি রাখলিন। বাদবাকিদের সঙ্গে তাঁর কোনো তফাতও পাননি। কিন্তু যত সময় গেছে, তত তাঁর উন্নতি হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতেন। এ মানসিকতাই সাধারণ এক জুডোকা থেকে তাঁকে চ্যাম্পিয়ন বানিয়েছিল। ২১ বছর বয়সে মাস্টার্স র্যাঙ্ক পান পুতিন। ২০১৪ সালে তাঁকে কিওকুশিন কারাতের অষ্টম র্যাঙ্কও প্রদান করা হয়েছিল।