কোচের সঙ্গে দিয়া, নাসরিন
কোচের সঙ্গে দিয়া, নাসরিন

দিয়াকে টপকে র‍্যাঙ্কিং রাউন্ডে নাসরিনের চমক

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে চমক দেখিয়েছেন নাসরিন আক্তার। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠানরত টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেওয়া ১৮ জন আর্চারের মধ্যে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের এই আর্চার। ৭২০ পয়েন্টের মধ্যে নাসরিন পেয়েছেন ৬৪২ পয়েন্ট। এ রাউন্ডে ৬৪৭ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছেন ভারতীয় আর্চার রিধি। বাংলাদেশের মেয়েদের রিকার্ভের অন্যতম সেরা আর্চার দিয়া সিদ্দিকীকেও টপকে গেছেন নাসরিন।

৬১৬ পয়েন্ট পেয়ে এই রাউন্ডে দিয়ার অবস্থান অষ্টম। ৬০৮ পয়েন্ট পেয়ে নবম হয়েছেন এই টুর্নামেন্টে প্রথম খেলতে যাওয়া বিকেএসপির দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা সুলতানা।

গত নভেম্বরে ঢাকায় হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের তুলনায় পারফরম্যান্সে অনেক উন্নতি হয়েছে নাসরিনের। কিন্তু সেই তুলনায় বাজে স্কোরই করেছেন দিয়া। ঢাকায় বনানী আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে নাসরিনের স্কোর ছিল ৬২৯। এবার থাইল্যান্ডে ১৩ পয়েন্ট বেড়েছে নাসরিনের। আর ঢাকায় ৬৩৭ পয়েন্ট পাওয়া দিয়া থাইল্যান্ডে গিয়ে আজ করেছেন ৬১৬ পয়েন্ট!

এশিয়ান আর্চারিতে নাসরিনের চমক

সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের দলগত রিকার্ভে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ। আর ওই দলে খেলেছিলেন নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায়। কিন্তু এবারের এশিয়া কাপে বাদ পড়েছেন বিউটি। তাঁর বদলে দলে ঢুকেছেন ফাহমিদা।

এলিমিনেশন রাউন্ডে দিয়ার প্রথম প্রতিপক্ষ সতীর্থ ফাহমিদা। আর নাসরিন খেলবেন থাইল্যান্ডের পুনিকা ঝংকারাইজাকের বিপক্ষে।

কোয়ালিফিকেশন রাউন্ডের ছেলেদের কম্পাউন্ড বিভাগে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছেন বাংলাদেশের নেওয়াজ আহমেদ। তিনি ৬৯৪ পয়েন্ট স্কোর করে ৩২ জনের মধ্যে হয়েছেন সপ্তম। ৬৮৫ স্কোর করে মিঠু রহমান হয়েছেন ১৬তম। ৬৮০ পয়েন্ট পাওয়া হিমু বাছারের অবস্থান ২৪তম। ৬৭৯ পয়েন্ট পেয়ে মোহাম্মদ সোহেল হয়েছেন ২৫তম।

কোয়ালিফিকেশন রাউন্ডের পরে ছেলেদের কম্পাউন্ড ইভেন্টের এলিমিনেশন রাউন্ডে জয় পেয়েছেন মিঠু রহমান ও নেওয়াজ আহমেদ। নকআউট রাউন্ডের প্রথম ম্যাচে মিঠু ১৪৫–১৪৪ পয়েন্টে হারিয়েছেন হংকংয়ের সেজে সিং ইউকে। নেওয়াজ আহমেদ ১৪৬–১৪২ পয়েন্টে হারিয়েছেন স্বদেশী আরেফিন মোহাম্মদকে।

এই জয়ে মিঠু ও নেওয়াজ দুজনই উঠে গেছেন প্রি–কোয়ার্টার ফাইনালে। তবে ভারতের প্রথমেশ সমাধানের কাছে ১৪২–১৪৬ পয়েন্টে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের হিমু বাছার। ভারতের প্রিয়াংশুর কাছে ১৪১–১৪৫ পয়েন্টে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক আর্চার সোহেল রানাও।

কোয়ালিফিকেশন রাউন্ডে চমক দেখিয়েছেন নাসরিন আক্তার

মেয়েদের কোয়ালিফিকেশন রাউন্ডে নাসরিনের পারফরম্যান্সে খুশি বিকেএসপির আর্চারি কোচ নূর এ আলম। এই টুর্নামেন্টে একাধিক পদক জয়ের আশা করছেন তিনি, ‘খেলাটা যেহেতু থাইল্যান্ডে হচ্ছে, ওরা স্বাভাবিকভাবেই হোম ভেন্যুর সুবিধাটা পাবে। তা ছাড়া ফুকেটে প্রচুর বাতাস। বাংলাদেশের আর্চারদের থাইল্যান্ডে যাওয়ার আগে কক্সবাজারে কয়েক দিন অনুশীলন করা উচিত ছিল। এই একটা ব্যাপার ছাড়া সব দিক দিয়েই থাইল্যান্ডে ফেবারিট বাংলাদেশ। আশা করি, নাসরিন ওখানে বেশ ভালো করবে। শুধু নাসরিন নয়, বাংলাদেশের বেশ কয়েকটি পদক জেতার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপে।’