অ্যাথলেটিকস ট্র্যাকে পরিচয়। এবার জীবনের ট্র্যাকে নিজেদের বেঁধে ফেললেন দেশসেরা দুই অ্যাথলেট ইসমাইল হোসেন ও তামান্না আক্তার। চার বছরের ভালো লাগার সম্পর্কের পরিণতিতে দুই পরিবারের সম্মতিতে গতকাল রাজধানীর ইমপেরিয়াল হোটেলে বিয়ে হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুই অ্যাথলেটের।
ইসমাইল দেশের চারবারের দ্রুততম মানব। বাংলাদেশ গেমসেও সোনা জিতেছেন। যদিও সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় লন্ডনপ্রবাসী ইমরানুর রহমানের কাছে হেরেছেন। এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় লং জাম্পে ইসমাইল ৯ বারের সোনাজয়ী।
তামান্না নিয়মিত অংশ নেন ১০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলসে। জাতীয় ও সামার মিট মিলিয়ে ১০০ মিটার হার্ডলসে টানা ৬ বার সোনা জিতেছেন তামান্না।
এ বছর জানুয়ারিতে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার, ৪০০ মিটার হার্ডলসের পাশাপাশি ১০০ মিটার রিলেতেও জিতেছেন সোনা।
বর্তমানে কমনওয়েলথ গেমসের জন্য ডাকা জাতীয় দলের ক্যাম্পে আছেন সুনামগঞ্জের মেয়ে তামান্না। সুমিতা রানীর পর দেশের হার্ডলসে একক আধিপত্য দেখিয়ে চলেছেন তিনি।
বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে প্রথম পরিচয় হয় দুজনের। সেখানেই প্রথম তামান্নাকে ভালোবাসার কথা জানান ইসমাইল।
শেষ পর্যন্ত ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে আনন্দিত কুমিল্লার এই অ্যাথলেট, ‘ভালো লাগার কথাটা তামান্নাকে আমিই প্রথমে জানিয়েছিলাম। যদিও শুরুতে আমাদের সম্পর্কটা তামান্নার পরিবার মানতে চায়নি। তবে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয় ওর পরিবারের সদস্যরা। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে খুব ভালো লাগছে।’
এই অ্যাথলেট জুটির বিয়েতে উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের অনেক তারকা।